আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে আরব আমিরাত। দলের নেতৃত্বে আছেন যথারীতি মোহাম্মদ ওয়াসিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আমিরাতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি রানের রেকর্ড তার দখলেই। এখনও পর্যন্ত ২০১৪ এবং ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে আমিরাত, দুবারই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দলে ফিরেছেন ধ্রুব পারাশার এবং মায়াঙ্ক কুমার। এই দুজনকে জায়গা করে দিতে গিয়ে আয়ারল্যান্ড সিরিজের দলে থাকা বাসিল হামিদ এবং রাহুল চোপড়া দলের বাইরে চলে গেছেন।
২১ বছর বয়সী পারাশার এখনও পর্যন্ত আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ৩২ ম্যাচ, অন্যদিকে তিনটি ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী মায়াঙ্ক। দল থেকে বাদ পড়া হামিদ এবং রাহুল দুজনই আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হয়েছেন।
দলের নেতৃত্বে আছেন যথারীতি মোহাম্মদ ওয়াসিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আমিরাতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি রানের রেকর্ড তার দখলেই। এখনও পর্যন্ত ২০১৪ এবং ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে আমিরাত, দুবারই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে।
বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ তে লড়বে সংযুক্ত আরব আমিরাত। গ্রুপে তাদের সঙ্গী নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং কানাডা। ১০ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আমিরাতের বিশ্বকাপ অভিযান।
একনজরে সংযুক্ত আরব আমিরাত দল : মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা, ধ্রুব পারাশার, হায়দার আলি, হার্শিত কৌশিক, জুনাইদ সিদ্দিকি, মায়াঙ্ক কুমার, মুহাম্মাদ আরফান, মুহাম্মাদ ফারুক, মুহাম্মাদ জাওয়াদউল্লাহ, মুহাম্মাদ জোহাইব, রোহিদ খান, শোয়েব খান, সিমরানজিত সিং।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















