লিভারপুলকে হারিয়ে বোর্নমাউথের চমক , আবারও ধাক্কা খেল লিভারপুল। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় অ্যাওয়ে ম্যাচে এএফসি বোর্নমাউথের কাছে হেরে গেছে শিরোপা প্রত্যাশী দলটি। চমক জাগানো ম্যাচে বোর্নমাউথ জয় পেয়েছে ৩-২ গোলে।
বোর্নমাউথের বিপক্ষে লিভারপুলের ম্যাচটি সমর্থকদের জন্য ছিল ভয়ঙ্কর এক ম্যাচ। প্রথমার্ধে পিছিয়ে থাকা লিভারপুল ৮০ মিনিটে সমতাসূচক গোলের পর এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল। কিন্তু তাদের স্বপ্ন এমনভাবে যে আছড়ে পড়বে তা হয়তো কল্পনাতেও তারা ভাবেনি। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে তাদের চমক দেয় বোর্নমাউথ। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে বোর্নমাউথ জয়সূচক গোল করে।
লিভারপুলের জন্য অবশ্য বোর্নমাউথ শুরু থেকেই চমক রেখেছিল। ইভানিলসন ২৬ মিনিটে গোল করে বোর্নমাউথ গোল করে এগিয়ে যায়। শুধু তা নয়, সাত মিনিট পর আবার লিভারপুলের জাল কাঁপিয়ে দেন অ্যালেক্স জিমিনেজ। দুই গোলে পিছিয়ে পড়া লিভারপুল প্রথমার্ধের শেষ সময়ে ব্যবধান কমায়। আর ৮০ মিনিটে সমতাসূচক গোল পায়।
এই হারের ফলে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। ২৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৬। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান ১৪ পয়েন্টের। আর্সেনাল এক ম্যাচ কম খেলেছে। ২৩ ম্যাচ শেষে বোর্নমাউথের পয়েন্ট ৩০।
এদিকে শনিবার রাতে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ২-০ গোলে হারিয়েছে ওলভারহামটনকে। এ জয়ের ফলে ম্যানসিটির পয়েন্ট ২৩ ম্যাচ থেকে ৪৬। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















