বিপিএলে চট্টগ্রামে দায়িত্বে তুষার ইমরান। আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসর। ৬ দলের বিপিএলে চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। এদিকে বিপিএল টেকনিক্যাল কমিটির দায়িত্ব নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর ও টিম ম্যানেজার হাবিবুল বাশার সুমন সরে দাঁড়িয়েছেন।
অবশেষে গত সোমবার গভীর রাতে চট্টগ্রাম রয়্যালস সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘চট্টগ্রাম রয়্যালসের নজরে এসেছে, বিপিএলের দ্বাদশ আসর থেকে আমাদের নাম প্রত্যাহারের গুজব ছড়িয়ে পড়েছে। স্পষ্টভাবে বলতে চাই, বিসিবি বা কোনো গণমাধ্যমকেই এমন ঘোষণা দেয়নি চট্টগ্রাম রয়্যালস।’
সেখানে আরো বলা হয়েছে, ‘দলের মূল মূল্যবোধ সবসময়ই সততা। আর তা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ম্যানেজমেন্ট ও অপারেশনাল সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছেন।’
একইসাথে বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জানিয়েছে, দলের ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার তুষার ইমরানকে। দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন স্থানীয় কোচ মমিনুল হক।
