বিপিএলে নোয়াখালী শিবিরে আরও এক বিদেশি

বিপিএলে নোয়াখালী শিবিরে আরও এক বিদেশি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নিলাম শেষেও একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে এবার তারা নিজেদের ডেরায় ভেড়ালো আরেক বিদেশিকে। এবার নোয়াখালী শিবিরে যোগ দিচ্ছে আরও এক বিদেশি।

সংযুক্ত আরব আমিরাতের উদীয়মান পেসার ইবরার আহমেদকে দলে যুক্ত করেছে নোয়াখালী এক্সপ্রেস। বুধবার রাতে (১০ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আন্তর্জাতিক অঙ্গনে ইবরার অবশ্য অপরিচিত মুখ। জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি তার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে প্রমাণ করে চলেছেন এ ডানহাতি পেসার। আবুধাবি টি-টেন লিগে ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে নিয়মিত খেলেন ইবরার। এছাড়া আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের জার্সি জড়িয়েছেন গায়ে। সংক্ষিপ্ত ফরম্যাটে গতি আর ভ্যারিয়েশনের মিশেলে ব্যাটারদের চাপে রাখার দক্ষতাই মূলত নজর কেড়েছে নোয়াখালীর।

ইবরারকে ছাড়াও অনেক বিদেশিকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। পাকিস্তান ক্রিকেটের অন্যতম উদীয়মান তারকা মাজ সাদাকাত ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ পরিচিত মুখ আফগানিস্তানের জহির খানকেও একদিন আগে দলে নিয়েছিল তারা। সবচেয়ে বড় চমকটা দিয়েছে আফগান অভিজ্ঞ অলরাউন্ডারকে মোহাম্মদ নবিকে দলে টেনে। বিপিএলের আসন্ন আসরে তিনিও নোয়াখালীর হয়ে মাঠ মাতাবেন।

বিপিএলের ১২তম আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালীর কোনো দল। ২৩ জানুয়ারি ফাইনালের মধ্যে দিয়ে আসরের পর্দা নামবে।

Exit mobile version