সিলেট পর্ব শেষে ঢাকা পর্বের বিপিএল শুরু বৃহস্পতিবার । ঢাকায় প্লে-অফের শেষ একটি জায়গা নিশ্চিত করতে দলগুলোর মধ্যে শুরু হবে হাই-ভোল্টেজ লড়াই।
সিলেট পর্বের শেষ ম্যাচে গত সোমবার ঢাকা ক্যাপিটালসকে সাত উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১২। একই সঙ্গে নিশ্চিত হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসের প্লে-অফও। দুই দলেরই পয়েন্ট সমান ১০ করে।
এই হারে বড় ধাক্কা খেয়েছে ঢাকা ক্যাপিটালস। আট ম্যাচে তাদের সংগ্রহ মাত্র চার পয়েন্ট। টিকে থাকতে হলে ঢাকায় নিজেদের বাকি দুই ম্যাচই জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকে। শেষ প্লে-অফের জায়গাটির জন্য এখনও লড়াইয়ে আছে রংপুর রাইডার্স (৮ পয়েন্ট), ঢাকা ক্যাপিটালস (৪ পয়েন্ট) ও নোয়াখালী এক্সপ্রেস (৪ পয়েন্ট)।
ঢাকা পর্বের টিকিট এখন অনলাইনে পাওয়া যাচ্ছে www.gobcbticket.com.bd এ। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত।
ঢাকা পর্বের প্রথম দিনে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১, ২১ জানুয়ারি কোয়ালিফায়ার-২ এবং ২৩ জানুয়ারি বসবে মহারণ, বিপিএল ১২-এর ফাইনাল।
ঢাকা পর্বের টিকিটের মূল্য
- ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা
- নর্দার্ন গ্যালারি: ৩০০ টাকা
- শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৩০০ টাকা
- ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা
- ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড): ৫০০ টাকা
- জিরো ওয়েস্ট জোন (শহীদ মুস্তাক স্ট্যান্ড): ৬০০ টাকা
- ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক): ৮০০ টাকা
- ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (করপোরেট ব্লক): ১,০০০ টাকা
- ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১,০০০ টাকা
- স্ট্যান্ড (আপার): ২,০০০ টাকা
- গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার): ২,০০০ টাকা
ঢাকা পর্বের সূচি
- ১৫ জানুয়ারি
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেস-দুপুর ১টা
চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটানস-সন্ধ্যা ৬টা - ১৬ জানুয়ারি
নোয়াখালী এক্সপ্রেস বনাম রাজশাহী ওয়ারিয়র্স-দুপুর ২টা
ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটানস-রাত ৭টা - ১৭ জানুয়ারি
রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস-দুপুর ১টা
নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স-সন্ধ্যা ৬টা - ১৯ জানুয়ারি
এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ) -দুপুর ১টা
কোয়ালিফায়ার-১ (১ম বনাম ২য়) -সন্ধ্যা ৬টা - ২১ জানুয়ারি
কোয়ালিফায়ার-২ (কোয়ালিফায়ার-১ এর পরাজিত দল বনাম এলিমিনেটরের বিজয়ী)- সন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারি
ফাইনাল-সন্ধ্যা ৬টা
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















