রোমাঞ্চ আর উত্তেজনার মধ্য দিয়ে বিপিএলের প্লে-অফের চার দল নিশ্চিত হয়েছে। শিরোপার লড়াইয়ে প্লে-অফে খেলবে রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও সিলেট। এই চার দল থেকেই ফাইনালে যাবে যেকোনো দুইটি দল। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের ২৩ জানুয়ারি। পূর্ব নির্ধারিত বিপিএল ফাইনাল ম্যাচের সময় পরিবর্তন করে এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ।
প্লে-অফের প্রথম ম্যাচ কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে, আর পরাজিত দল পাবে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায়।
অন্যদিকে এলিমিনেটর ম্যাচে লড়বে রংপুর ও সিলেট। এই ম্যাচে হার মানেই টুর্নামেন্ট থেকে বিদায়, তাই দুই দলের জন্যই ম্যাচটি ‘ডু অর ডাই’। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি দুপুর একটায়। তারপর এলিমিনেটর ২ অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায়। কোয়ালিফায়ার-১ এর পরাজিত দল ও এলিমিনেটরের জয়ী দল খেলবে এই ম্যাচটি। এই ম্যাচের জয়ী দল যাবে ফাইনালে।
ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। তবে আগে ম্যাচটি শুরুর সময় নির্ধারণ করা হয়েছিল ৭টায়। ১৮ জানুয়ারি বিসিবি নিশ্চিত করেছে এই সময় পরিবর্তনের বিষয়টি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















