বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অনুসারে ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটেই হবে এই আসর। সিলেট পর্ব শেষে বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল করা হয়েছে।
বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩০ ডিসেম্বরের সব ম্যাচ স্থগিত করা হয়। পরে দুই দফা পরিবর্তন করে সেই ম্যাচ দুটি ৪ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত জানায় বিসিবি।
আগের সূচি অনুসারে ২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা। এরপর ৫ জানুয়ারি থেকে চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম পর্ব বাতিল করা হয়েছে। তা ছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশি ভ্রমণে অনীহা দেখাচ্ছে।
যেহেতু ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, তাই দ্রুত সময়ে বিপিএল শেষ করার একটা তাগাদা রয়েছে। সেই সময়টার সামঞ্জস্য করাটাও বিসিবির জন্য জরুরি। চট্টগ্রাম পর্ব আয়োজন করতে গেলে বাড়তি আরও কিছু দিন নষ্ট হতো।
যদিও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে চট্টগ্রাম পর্ব বাতিল করা হয়েছে। তা ছাড়া সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার কথাও মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। এখন ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটেই অনুষ্ঠিত হবে বিপিএল।
চট্টগ্রাম পর্বও আগের সূচি অনুসারে ১২ জানুয়ারি শেষ হতো। তাই সময়টা আর নষ্ট হচ্ছে না ভেন্যু বদল করতে না হওয়ায়। যথারীতি আগের সূচি অনুসারে ১৫ জানুয়ারি থেকে ঢাকায় চলমান বিপিএলের শেষ পর্ব ফাইনাল পর্যন্ত অনুষ্ঠিত হবে। পূর্ব সূচি অনুসারে ফাইনাল ২৩ জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে ঢাকায়।
