বিরতির পর পরিবর্তীত সূচিতে মাঠে গড়াচ্ছে বিপিএল

বিপিএল ২০২৬

বিরতির পর পরিবর্তীত সূচিতে মাঠে গড়াচ্ছে বিপিএল

বিরতির পর পরিবর্তীত সূচিতে মাঠে গড়াচ্ছে বিপিএল , ছবি: সংগৃহীত

চট্টগ্রাম পর্ব বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রেক্ষিতে ছেদ পড়েছিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলে। সূচীতে থাকা শুধুমাত্র ৩০ ডিসেম্বরের দুই ম্যাচ স্থগিত হলেও বিরতির পর পরিবর্তীত সূচিতে মাঠে গড়াচ্ছে বিপিএল । সংশোধিত সূচী অনুযায়ী চট্টগ্রাম পর্ব পুরোপুরি বাতিল করা হয়েছে। ফলে সিলেটের পর দলগুলো ঢাকায় ফিরবে। ১৫ জানুয়ারি থেকে মিরপুরে শুরু হবে ঢাকা পর্ব।

বিরতির পর পরিবর্তীত সূচিতে মাঠে গড়াচ্ছে বিপিএল , ছবি: সংগৃহীত

গত ৩০ ডিসেম্বর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সারা দেশে শোকের ছায়া নেমে আসে। দেশের ক্রীড়াঙ্গনের সব ধরনের ম্যাচ বাতিল করা হয়। বিপিএলের সূচীতে অবশ্য একদিনের ম্যাচ বাতিল করা হলেও পুরো সূচীই বদলে গেছে। বাতিল করা হয়েছে পুরো চট্টগ্রাম পর্ব। নতুন সূচী অনুযায়ী সিলেট পর্ব শেষে ঢাকায় শেষ হচ্ছে এবারের বিপিএল।

আজ দুপুর একটায় দিনের প্রথম ম্যাচে, ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স।

Exit mobile version