আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের জমজমটার লড়াই। তবে বিপিএলে মানহীন ব্রডকাস্ট ও ধারাভাষ্য নিয়ে সমালোচনা বহুদিনের। তবে আসন্ন ১২তম আসর শুরু হওয়ার আগে ভক্তদের জন্য রয়েছে স্বস্তির খবর। সম্প্রচারমান ও ধারাভাষ্যের মান বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার আনছে বড় পরিবর্তন।
বিপিএল শুরুর আগেই ধারাভাষ্য প্যানেলের নাম ঘোষণা করেছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)। প্রথমবারের মতো বিপিএলের ধারাভাষ্য দিতে আসছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াকার ইউনুস এবং ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল গফ। তাঁদের সঙ্গে থাকবেন ক্রিকেট বিশ্বের পরিচিত মুখ রমিজ রাজা।
টিপিটি নিয়মিতভাবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), আইএল টি-টোয়েন্টিসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ সম্প্রচার করে, যার ফলে নামকরা ধারাভাষ্যকারদের একটি তালিকা তাদের সঙ্গে যুক্ত আছে। সে ধারাবাহিকতায় বিপিএলের ধারাভাষ্য কক্ষে এবার দেখা যাবে বেশ কিছু বড় মুখ।
তবে ধারাভাষ্যকার হিসেবে এটি ওয়াকারের প্রথমবার হলেও বিপিএলের সঙ্গে তাঁর পরিচিতি নতুন নয়। এর আগে সিলেট দলের কোচ হিসেবে কাজ করেছেন। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন,‘আমি থাকছি এবারের বিপিএলে। আমার সঙ্গে বিপিএল উপভোগ করুন, থাকছে বিশ্লেষণসহ আরও অনেক কিছু।’
এছাড়া রমিজ রাজা তাঁর ভিডিও বার্তায় বলেন,‘আমার সঙ্গে উপভোগ করুন এবারের বিপিএল। বাংলাদেশ এবং বিশ্বের সেরা ক্রিকেটারদের লড়াই দেখার অপেক্ষায় আছি।’
