জেল-জামিনের অধ্যায় পেরিয়ে নতুন পথে দানি আলভেজ
এক সময় বিশ্ব ফুটবলে দাপটের সঙ্গে সময় কাটিয়েছিলেন দানি আলভেস। ছিলেন বার্সেলোনা আর ব্রাজিল দলের অত্যন্ত গুরুত্বপূর্ন খেলোয়াড়। তবে ২০২২ সালে একটি ঘটনা এক মুহূর্তে সব পাল্টে দেয়। যৌন হেনস্থার মামলায় গ্রেপ্তার হয়ে আলভেস পরিণত হন জেল খাটা আসামিতে। এক বছরেরও বেশি সময় পর জামিনে মুক্তি পেয়ে সম্প্রতি সেই মামলায় খালাস পেলেও তার ক্যারিয়ারের ক্ষত আর পুরোপুরি শুকায়নি। তবে সম্প্রতি জানা গেছে, নতুন ক্লাব কিনে মাঠে ফিরবে ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ ।
তবু ফুটবল থেকে দূরে থাকতে পারেননি ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। খেলায় ফেরার পথ খুঁজতে গিয়ে এবার একেবারে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পর্তুগালের একটি ফুটবল ক্লাব কিনেই মাঠে ফেরার পরিকল্পনা করছেন ৪২ বছর বয়সী আলভেস।
২০২২ সালের ডিসেম্বর মাসে একটি পার্টিতে এক নারীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে আলভেস আবার খেলতে চাইলেও কোনো ক্লাবই তাকে দলে নিতে রাজি হয়নি। সেই জায়গা থেকেই নিজের হাতে সমাধান খুঁজেছেন সাবেক এই বার্সেলোনা তারকা।
পর্তুগালের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির তৃতীয় বিভাগের ক্লাব সাও হোয়াও দে ভের মালিকানা নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ করে ফেলেছেন আলভেস। শুরুতে তিনি ক্লাবের ৫০ শতাংশ মালিকানা নেবেন। একই সঙ্গে ছয় মাসের জন্য খেলোয়াড় হিসেবেও ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন। এরপর সেই সময় শেষে অবসর নিয়ে বাকি ৫০ শতাংশ মালিকানাও কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
বর্তমানে সাও হোয়াও দে ভের দলে তিনজন ব্রাজিলিয়ান ফুটবলার খেলছেন। তাদের মধ্যে একজন সাবেক পালমেইরাস উইঙ্গার ওয়াশিংটন।
দানি আলভেস শেষবার পেশাদার ফুটবল খেলেছিলেন ২০২৩ সালের জানুয়ারিতে। মেক্সিকোর লিগা এমএক্সে পুমাসের জার্সিতে মাঠে নামেন তিনি। গ্রেপ্তারের পরপরই তার সঙ্গে চুক্তি বাতিল করে দেয় ক্লাবটি।
বিশ্ব ফুটবলের শীর্ষ থেকে কারাগার, আর সেখান থেকে আবার মাঠে ফেরার চেষ্টা। দানি আলভেসের গল্প এখন আর শুধু ট্রফি আর শিরোপার নয়, এটি টিকে থাকার এক জেদি লড়াইয়ের গল্প।
