বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট শুরু সোমবার

বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট শুরু সোমবার

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট শুরু সোমবার। বরাবরের মতো দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ৩২টি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে হবে এবারের টুর্নামেন্ট।

রোরবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের অডিটরিয়ামে হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্সের হেড অব অপারেশন্স তাসভির উল ইসলাম, স্টার নিউজের প্রধান নির্বাহী ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোঃ মোখসেদুল কামাল উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি মঞ্চে উপবিষ্ট ছিলেন।

প্রথম দিনের খেলার দৈনিক বাংলাদেশ প্রতিদিন- দৈনিক মানবজমিন ৯টা। সময় টিভি- দৈনিক নয়া দিগন্ত ৯টা
এটিএন বাংলা-ক্রিকফ্রেঞ্জি সকাল ১০টা। জাগো নিউজ-ডিবিসি সকাল ১০টা । চ্যানেল আই-দৈনিক কালবেলা ১১টা
টি স্পোর্টস- দৈনিক কালের কন্ঠ ১১টা। ডেইলি সান- দৈনিক দেশ রূপান্তর ১২টা। ডেইলি স্টার-দৈনিক ইনকিলাব ১২টা

Exit mobile version