আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের বদলে ভিন্ন কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে জানিয়েছে বিসিবি। এখন আইসিসির উত্তরের অপেক্ষা করছে বিসিবি । এ বিষয়ে আজ গণমাধ্যমের সঙ্গে এমন কথাই বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
নিরাপত্তা হুমকির আশঙ্কায় মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে বাদ দেয়। এরপরই বিসিবি জরুরি সভা করে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়।
মূলত নিরাপত্তা শঙ্কার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্তে পৌঁছে বিসিবি। আর সে বিষয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠিও দিয়েছে। বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
বিষয়টি নিয়ে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন,
এখন আমরা নিরাপদ বোধ করছি না। আমরা আইসিসিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। এখন নিরাপত্তার শঙ্কা রয়েছে (ভারতে খেলার ব্যাপারে) সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে একটা মিটিং করতে আমাদের বলবে খুব তাড়াতাড়ি। মেইলের রিপ্লাইয়ের ওপর নির্ভর করছে কী হবে সামনে।
অবশ্য আইসিসির পক্ষ থেকে বিসিবির আবেদন নাকচ হলে করণীয় কী হবে সে বিষয়ে বুলবুল বলেছেন,
আমরা জানি না কী ফিডব্যাক আসবে। আমরা যে ধারা দিয়েছি, এমপিও এর মধ্যেই আছে। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের এখন যোগাযোগ নেই। আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সঙ্গে যোগাযোগ করেছি।
এবার ভারতে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে না গেলে দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্কে অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। সে বিষয়ে অবশ্য বুলবুল বলেছেন,
দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপে যাওয়ার নিরাপত্তা ভিন্ন ব্যাপার। আপাতত বিশ্বকাপের ব্যাপার নিয়ে চিন্তা করছি।
