ভেন্যু বদলের জন্য আইসিসির কাছে বিসিবির চিঠি
যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম এখনও সেখানেই আছি – বুলবুল , নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু বদলের জন্য আইসিসির কাছে বিসিবি চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজ জানিয়েছেন, আগের অবস্থানেই অনড় আছেন তারা।
ভারতের কিছু উগ্রপন্থি গোষ্ঠীর হুমকিতে মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয় ভারত। এরপর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আন্তর্জাতিক ক্রিকে কাউন্সিলের (আইসিসি) কাছে বিসিবি আবেদন জানায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের।
এই পরিস্থিতিতে কোনোভাবেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। তবে বিসিবির দেওয়া চিঠির এখনো কোনো উত্তর দেয়নি আইসিসি। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিসিবি ভারতে না খেলার অবস্থানেই অনড় আছে।
গত কয়েকদিনে বিসিবির অবস্থান সামান্যতম পালটায়নি। এ বিষয়ে বুলবুল বলেছেন,
‘ভারতের অন্য ভেন্যুও তো ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নাই। তবে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আর যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম, এখনও সেখানেই আছি।
আগামী সোমবার বা মঙ্গলবার আইসিসি থেকে চিঠির উত্তর পাওয়া যাবে জানিয়ে বুলবুল বলেন,
‘না, আমরা এখনও কোনো উত্তর পাইনি। আমরা যতগুলো তথ্য দেওয়া দরকার, সব দিয়েছি। আমরা অপেক্ষা করছি আইসিসি আমাদেরকে কী জানায়।
