ভিডিও গেম ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিত্ব, জনপ্রিয় গেম সিরিজ ‘কল অব ডিউটি’-এর সহনির্মাতা ভিন্স জ্যাম্পেলা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে গেমিং জায়ান্ট ইলেকট্রনিক আর্টস। এএফপির বরাতে স্থানীয় গণমাধ্যম এনবিসি৪ জানায়, গত রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে একটি পাহাড়ি সড়কে নিজের ফেরারি গাড়ি চালানোর সময় দুর্ঘটনার শিকার হন জ্যাম্পেলা।

ভিন্স জ্যাম্পেলার গেম স্টুডিওগুলো বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভিডিও গেমগুলোর মধ্যে অনেকগুলো তৈরি করেছে। তাকে প্রথম-ব্যক্তি সামরিক শুটার ঘরানার গেমের পথিকৃৎদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
চলতি বছর তার তত্ত্বাবধানে তৈরি ‘ব্যাটলফিল্ড ৬’ গেমটি ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে নতুন বিক্রির রেকর্ড গড়ে। তখন কৃতজ্ঞতা প্রকাশ করে জ্যাম্পেলা বলেছিলেন, দীর্ঘ ক্যারিয়ার থাকলেও এমন মুহূর্তগুলোকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না।
‘ব্যাটলফিল্ড’-এর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত রেসপনের বিবৃতিতে বলা হয়, প্রতিদিন যেভাবে তিনি কাজ করতেন, টিমের ওপর আস্থা রাখতেন, সাহসী ভাবনাকে উৎসাহ দিতেন এবং নির্মাতাদের ওপর বিশ্বাস করতেন, সেটাই তাকে আলাদা করে তুলেছিল। স্টুডিওগুলোর পেছনের মানুষ ও খেলোয়াড়দের জন্য যা সঠিক মনে করতেন, তার পক্ষেই তিনি সবসময় দাঁড়িয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















