আফ্রিকান কাপ অব নেশনসে ক্যামেরুন ও আইভরি কোস্টের ম্যাচ নিয়ে আগ্রহের কমতি ছিল না। একদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন ক্যামেরুন অন্যদিকে বর্তমান শিরোপাধারী আইভরি কোস্ট। শেষ পর্যন্ত ম্যাচটিতে এককভাবে কোনো দল শেষ হাসি হাসতে পারেনি। ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে লড়াইটি।
মরক্কোয় চলমান টুর্নামেন্টে এদিন ক্যামেরুন ও আইভির কোস্টের দ্বিতীয় ম্যাচ ছিল। উভয় দল নিজ নিজ প্রথম ম্যাচে জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচ ড্র করায় উভয় দলের নক আউট পর্বে ওভার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুন মোজাম্বিকের এবং আইভরি কোস্ট গ্যাবনের মুখোমুখি হবে। উভয় ম্যাচ ৩১ ডিসেম্বর মাঠে গড়াবে।
নিজ নিজ প্রথম ম্যাচে ক্যামেরুন ও আইভরি কোস্ট নূন্যতম ব্যবধানে জয় পেয়েছিল। আইভরি কোস্টের হয়ে আমাদ ডায়ালো গোল করেছিলেন। এ ম্যাচেও তিনি গোল করেছেন। ৫১ মিনিটে তার গোলেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এ গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি আইভরি কোস্টের। পাঁচ মিনিট পর এক আত্মঘাতি গোলে ক্যামেরুন ম্যাচে ফিরে আসে। ক্যামেরুনের জুনিয়র চামেদুর শট আইভরি কোস্টের ডিফেন্ডার ঘিসলাইন কোনানের পায়ে লেগে দিক পরিবর্তন হওয়ায় গোলরক্ষক তা নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে বল জালে আশ্রয় নেয়।
অবশ্য ম্যাচে ক্যামেরুন জয় পেলে অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু দূর্ভাগ্য তাদের। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে পাওয়া সুযোগটি তারা কাজে লাগাতে পারেনি। ক্যামেরুনের ব্রায়ান এমবিউমোর নেওয়া শটটি আইভির কোস্টের এক ডিফেন্ডার শেষ মুহুর্তে বল আটকে দেয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















