আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল কানাডা । ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈশ্বিক আসরে এটি হবে কানাডার দ্বিতীয় অংশগ্রহণ। প্রথম আসর থেকে পাওয়া অভিজ্ঞতাকে পুঁজি করে এবার আরও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দিতে চায় উত্তর আমেরিকার দলটি।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হয়েছিল কানাডার। সে আসরে গ্রুপ পর্বে চতুর্থ হলেও তারা তিন পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়। আয়ারল্যান্ডের বিপক্ষে ১২ রানের স্মরণীয় জয় তুলে নিয়ে চমক দিয়েছিল কানাডা। সেই পারফরম্যান্সই বর্তমান দলের আত্মবিশ্বাসের বড় ভিত্তি। তবে গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষার মুখে পড়বে কানাডা। তাদের গ্রুপে রয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
৯ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। শুরুটা ভালো হলে বিশ্বকাপে নতুন করে চমক দেখানোর স্বপ্ন দেখতেই পারে দিলপ্রীত বাজওয়ার দল।
একনজরে কানাডার বিশ্বকাপ দল : দিলপ্রীত বাজওয়া (অধিনায়ক), অজয়বীর হুন্দাল, আনশ প্যাটেল, ডিলন হেইলিগার, হার্শ ঠাকুর, জাস্কারানদীপ বুট্টার, কালিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, রবিন্দরপাল সিং, সাদ বিন জাফর, শিবম শর্মা, শ্রেয়াস মোভা, যুবরাজ সামরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















