মৌসুম শেষে ম্যানইউ ছাড়বেন কাসেমিরো , মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের ইতি টানবেন কাসেমিরো। ম্যানইউ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
২০২২ সালে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাসেমিরো। ৩৩ বছর বয়সী কাসেমিরো ইংলিশ ক্লাবটির হয়ে ১৪৬ ম্যাচে মাঠে নেমেছেন। প্রথম মৌসুমে তিনি ২০২৩ সালের কারবাও কাপের ফাইনালের প্রথম গোলটি করেছিলেন। সে মৌসুমে ম্যানইউ প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছিল।
ম্যানইউয়ের নতুন মালিক স্যার জিম র্যাটক্লিফের গুড বুকে নেই কাসেমিরো। তার মতে ব্রাজিলিয়ান তারকাকে তার পারফরম্যান্সের তুলনায় বেশি অর্থ দেওয়া হচ্ছে। এমন মন্তব্য জেনেও কাসেমিরো ম্যানইউকে তার সুখের স্মৃতিতে স্থান দিয়েছেন। বলেছেন, আমি সারা জীবন ম্যানইউকে মনে রাখবো। যতদিন এই ক্লাবের সঙ্গে আছি ততদিন ক্লাবের সাফল্যের জন্য লড়াই করবো।
ব্রাজিলের এই তারকা আরও বলেন, ক্লাবের শুরুর দিন থেকে আমি দারুণ একটা স্টেডিয়াম পেয়েছি। সমর্থকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি।
ম্যানইউ ছাড়ার পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগের যে কোনো একটিতে খেলবেন বলে জানিয়েছেন। তবে অতীতে সৌদি ক্লাবে খেলার কথাও জানিয়েছিলেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















