বিকেএসপির কাছে চ্যাম্পিয়ন নাসরিন ৮-০ গোলে বিধ্বস্ত

বিকেএসপির কাছে চ্যাম্পিয়ন নাসরিন ৮-০ গোলে বিধ্বস্ত

বিকেএসপির কাছে চ্যাম্পিয়ন নাসরিন ৮-০ গোলে বিধ্বস্ত, ছবি: সংগৃহীত

নারী ফুটবল লিগের সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন হয় নাসরিন স্পোর্টিং ক্লাব। আজ বিকেএসপি নারী ফুটবল দলের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হয়ে লিগ শুরু করেছে তারা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী নারী দল ২-০ গোলে হারিয়েছে পুলিশ নারী ফুটবল দলকে।

আগের মৌসুমে তারকাবহুল দল গড়েছিল নাসরিন স্পোর্টিং ক্লাব। সাবিনা, ঋতুপর্ণা, কৃষ্ণাসহ অনেক তারকা ফুটবলার খেলেছিলেন বলেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। কিন্তু এবার জাতীয় দলের কোনো খেলোয়াড়ই নেই দলটিতে।

বিকেএসপি-নাসরিন ম্যাচের একটি মুহূর্ত, ছবি: সংগৃহীত

সে কারণেই ফলাফল যা হওয়ার কথা, তাই হয়েছে। নারী ফুটবল লিগ মানেই গোলবন্যা। ২-৩টি দল ভালো থাকে, বাকিরা বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এবারই প্রথম এই লিগ খেলতে আসা বিকেএসপি নারী দল ৮-০ গোল নাসরিনকে উড়িয়ে সেই বার্তাই দিয়েছে।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থাকা বিকেএসপি দ্বিতীয়ার্ধে আরও ৫টি গোল দেয়। প্রথমার্ধে ২২ মিনিটে আইরিন খাতুন, ২৭ মিনিটে আলমিনা ও ৩৩ মিনিটে অয়ন্ত বালা মাহাতো গোল করেন। দ্বিতীয়ার্ধের শেষ ১৫ মিনিটেই হয়েছে ৫ গোল।

৭৫ মিনিটে প্রতিমা মুন্দা, ৮১ মিনিটে রিয়া এবং ৮৩ ও ৮৭ মিনিটে ফাতেমা আক্তার জোড়া গোল করেন। ইনজুরি সময়ে উম্মে কুলসুম করেন দলের ৮ম গোল।

সেনাবাহিনী-পুলিশ ম্যাচের একটি মুহূর্ত, ছবি: সংগৃহীত

আজ দিনের প্রথম ম্যাচে সানজিদার পুলিশও হেরেছে। তাদের ২-০ গোলে বাংলাদেশ সেনাবাহিনী হারিয়ে দেয়। তনিমা বিশ্বাস একাই জোড়া গোল করেন।

এবার নারী ফুটবল লিগ উদ্বোধনের সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা চ্যাম্পিয়ন দলকে ৪ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা দিয়েছেন। প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়রাও আর্থিক পুরস্কার পাবেন।

Exit mobile version