সিলেটে ফাহিমের বোলিং তোপে ১০২ রানে গুটিয়ে গেল চট্টগ্রাম । ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পঞ্চম ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সকে ১০৩ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৭.৫ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন মোহাম্মদ নাঈম।
জয় দিয়ে বিপিএল শুরু করা চট্টগ্রাম এদিন শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। ইনিংসের প্রথম ওভারেই ১ রান করে ক্যাচ দিয়ে বিদায় নেন অ্যাডাম রসিংটন। আর এক ওপেনার নাঈম শেখ ব্যাটিংয়ে ঝড় তুলে দলীয় ৪৫ রানে মাথায় মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে বোল্ড।
কোটি টাকার এই তারকা ২০ বলে সাত বাউন্ডারি ও এক ছক্কায় ৩৯ রান করে আউট হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। মির্জা বেগ ২০ রান করে বিদায় নেন। এছাড়া চট্টগ্রামের পক্ষে আর কেউ জ্বলে উঠতে পারেনি।
বাকিদের মধ্যে মাহমুদুল হাসান জয় শুন্য, মাহফুজুর ইসলাম ১, মাসুদ গুরবাজ ৯ ও অধিনায়ক মেহেদী হাসান ১ রান করে বিদায় নেন। ১৫.৩ ওভারে দলীয় ৮৫ রানে ৮ উইকেট হারায় তারা। শেষ দিকে আবু হায়দার রনির ব্যাট থেকে আসে ১৩ রান। বল হাতে ঢাকার পক্ষে ফাহিম আশরাফ ৩.৫ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















