বিপিএলে প্রথমবার অংশ নিয়ে টানা ছয় হারে আগেই ভবিষ্যত নির্ধারণ করে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। এরপর দুই জয়ে যে আশা বাঁচিয়ে রেখেছিল, তার অবসান হলো চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হারে। বিপিএলে শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুরে দিনের প্রথম ম্যাচে নোয়াখালীকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭ ওভার খেলে জয় নিশ্চিত করে তারা। ৪৯ রানের অপরাজিত ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক শেখ মেহেদী হাসান।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষের পাশাপাশি প্রথম কোয়ালিফায়ারে খেলার ভিত শক্ত করলো তারা। অন্যদিকে এ হারে আনুষ্ঠানিকভাবে আসরের বিদায় নিশ্চিত করলো নোয়াখালী।
যদিও সহজ লক্ষ্য পেয়ে মাত্র ২৯ রানের মধ্যে চট্টগ্রাম ৪ উইকেট হারায়। দলের বিপদে বাধা হয়ে দাঁড়ালেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। রানের খাতা খোলার আগে প্রথম উইকেটটি হারিয়েছিল চট্টগ্রাম। ৪ বল খেলে শূন্য রানে হাসান মাহমুদের শিকার হয়েছিলেন মাহমুদুল হাসান জয়। এরপর ইহসানউল্লাহর শিকার হয়ে ৫ বলে ৭ রানে ফেরেন মোহাম্মদ হারিস। ৮ বল খেলেও রানের খাতা খুলতে না পারা মাহফুজুল ইসলামকেও ফেরান পাকিস্তানি এ পেসার।
অন্যদিকে সতীর্থদের আসা-যাওয়ার মাঝেও আগ্রাসী ব্যাট চালানো মোহাম্মদ নাঈমকে থামান সাব্বির হোসেন। ৭ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রানে থামে তার ইনিংস। পঞ্চম উইকেটে হাসান নাওয়াজকে নিয়ে দলকে বিপদের হাত থেকে উদ্ধার করেন অধিনায়ক মেহেদী। দুজনের জুটিতে আসে ৩০ রান। ১৪ বলে ১১ রান করে নাওয়াজ স্টাম্পিংয়ের শিকার হলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মেহেদী। আসিফ আলীর সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন মেহেদী। ৩০ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ৩৬ রানে অপরাজিত ছিলেন আসিফ।
২৩ রান খরচায় নোয়াখালীর পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ইহসানউল্লাহ। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, সাব্বির হোসেন ও জহির খান।
এর আগে শরিফুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথমে ব্যাট করে ১৮.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১২৬ রানে থেমেছিল নোয়াখালী। ৩.৫ ওভারে ৯ রান খরচায় ১ মেইডেন দিয়ে ৫ উইকেট নিয়েছেন শরিফুল। এছাড়া দারুণ বোলিংয়ে মাত্র ১২ রান খরচায় ৩ উইকেট নেন শেখ মেহেদী। নোয়াখালীর ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৫ রান করেন হাসান ইসাখিল। এছাড়া জাকের আলী ২৩ আর সাব্বির হোসেন ২২ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী ১৮.৫ ওভারে ১২৬/১০
চট্টগ্রাম ১৭ ওভারে ১২৮/৫
চট্টগ্রাম ৫ উইকেটে জয়ী
ম্যাস সেরা শরিফুল ইসলাম
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











