বিপিএলে পয়েন্ট তালিকায় সিলেটকে উড়িয়ে শীর্ষে চট্টগ্রাম । রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটকে ৯ উইকেট হারায় চট্টগ্রাম। সিলেটে দেওয়া ১২৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে চট্টগ্রাম রয়্যালস।
এ দিন দলের পক্ষে নাঈম ইসলাম ও আডাম রসিংটন ওপেনিংয়ে ঝড় তোলেন। দুজনেই ফফটি করার পর ভাঙে এই জুটি। দলীয় ১১৫ রানের মাথায় নাঈম ইসলাম ৩৭ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৫২ রান করে বিদায় নেন। এরপর আডাম রসিংটনের সঙ্গে জুটি গড়েন সাদমান ইসলাম। শেষ পর্যন্ত আডাম রসিংটন ৫৩ বলে আট বাউন্ডারি ও দুই ছক্কায় ৭৩ ও সাদমান ৩ রান করে অপরাজিত থাকেন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১২৬ রান তোলে সিলেট। সাইম আয়ুব ও রনি তালুকদারের পরিবর্তে আজ ওপেনিংয়ে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ ও হজরতউল্লাহ জাজাই। ব্যাটিংয়ে নেমে ৫ ও হজতরতউল্লাহ ৪ রান করে বিদায় নেন। এরপর তিনে নেমে জাকের হাসান বিদায় নেন ১৫ রানে। পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ১৭ রান। দলীয় ৩৪ রানে ৫ উইকেট হারায় তারা। শেষ দিকে আজমতউল্লাহ সর্বোচ্চ ৪৪ রান করেন। তবে রাহাতুল ফেরদৌসের ১৭ ও ও নাসুমের আহমেদ ১৩ রানে অপরাজিত থাকেন।
বল হাতে মেহেদী হাসান ২ উইকেট নেন ১৮ রানের বিনিময়ে। মির্জা বেগ ২.৪ ওভারে খরচ করেন ২৪ রান। শরিফুল ইসলাম, মুকিদুল ও আমের জামাল পান একটি করে উইকেট।
- সংক্ষিপ্ত স্কোর
- সিলেটে ২০ ওভারে ১২৬/৭
- চট্টগ্রাম ১৬ ওভারে ১৩০/১
- চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















