দেখে নিন ২০২৬ সালে বাংলাদেশের যত খেলা

দেখে নিন ২০২৬ সালে বাংলাদেশের যত খেলা

আয়ারল্যান্ড সিরিজের ট্রফি , ছবি: সংগৃহীত

দেখতে দেখতে জীবনের ক্যালেন্ডার থেকে বিদায় নিয়েছে ২০২৫ সাল। চলে এসেছে নতুন বছর ২০২৬ সাল। দেখে নিন ২০২৬ সালে বাংলাদেশের যত খেলা । ক্রিকেটের মাঠে ২০২৫ সাল বেশ ব্যস্ত ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য। প্রতিবছরই নতুন উদ্যমে শুরু করতে চায় সকল দল। আগের বছরের ব্যর্থতা ও ঘাটতিকে মাথায় রেখে থাকে উন্নতির পরিকল্পনা । একই পরিকল্পনা নিশ্চিতভাবেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট নারী ও পুরুষ দুই দলেরই। বরাবরের মতো ২০২৬ সালও ব্যস্ততায় ঠাসা সুচি লাল-সবুজের প্রতিনিধিদের।

বিশেষ করে পুরুষ ক্রিকেট দলের। চলতি বিপিএলের ব্যস্ততা শেষে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে লিটন দাসের দল । এক কথায়, পুরো বছরজুড়ে মে মাস ছাড়া সব মাসেই দেশে কিংবা বাইরে সিরিজ রয়েছে ছেলেদের।

দেখে নিন ২০২৬ সালে বাংলাদেশের যত খেলা , ছবি: সংগৃহীত

এ বছর পুরুষ ক্রিকেট দলের ৭টি ওয়ানডে ও বিশ্বকাপসহ ৫ টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। এছাড়া টেস্ট সিরিজ খেলবে ৫টি। আর বাংলাদেশ নারী ক্রিকেট দল ৩টি ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই ও মূল পর্বসহ ৫ টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশ নারী ক্রিকেট দল , ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড সিরিজ জিতে ২০২৫ সাল শেষ করেছে বাংলাদেশ। বর্তমানে বিপিএলে ব্যস্ত আছেন ক্রিকেটাররা। নতুন বছরের শুরুতে চলবে বিপিএল টি-টোয়েন্টি। এই টুর্নামেন্ট শেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল।আগামী ফেব্রুয়ারি-মার্চে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তান সিরিজে মাঠে নামবে টাইগাররা। তবে এই সিরিজ পিএসএলের সাথে সংঘর্ষ হওয়ায় দুই ভাগে সিরিজ আয়োজনের চেষ্টা চলছে।

দেশে আসছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া

পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে এসে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচের  টি-টোয়েন্টি সিরিজ খেলবে। পাকিস্তান সিরিজ শেষে এপ্রিলের শেষ দিকে নিউজিল্যান্ড ক্রিকেট দল আসবে বাংলাদেশ সফরে। টাইগারদের বিপক্ষে তারা খেলবে তিনটি করে ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। জুনের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এবারও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অজিরা। জুনের শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হবে।

দেশে আসছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া

জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড সফর

এরপর জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। জুলাই মাসজুড়ে সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট, পাঁচ ম্যাচের ওয়ানডের সিরিজে মাঠে নামবে টাইগাররা। আগস্টের শুরুর দিকে আয়ারল্যান্ড সফরে যাবে টিম বাংলাদেশ। আয়ারল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।আগস্টের শেষ দিকে আইরিশ সফর থেকে দেশে ফিরে আসবে বাংলাদেশ। এরপর কিছুটা বিরতি পাবে বাংলাদেশ ক্রিকেট দল।

জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড সফর

অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা খেলবে ২ ম্যাচের টেস্ট সিরিজ।

দক্ষিণ আফ্রিকা সফর

নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। নভেম্বরের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকা গিয়ে ২ টেস্ট, ৩ ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শেষ হবে ডিসেম্বরের শুরুর দিকে।এই সিরিজ দিয়েই ২০২৬ সাল শেষ করবে বাংলাদেশ ক্রিকেট দল। বছরের শেষ ভাগে বিপিএল আয়োজনের জন্য রয়েছে ফাঁকা উইন্ডো। ঐ সময়ে মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল।

দক্ষিণ আফ্রিকা সফর

Exit mobile version