নোয়াখালীকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা চট্টগ্রামের

বিপিএল ২০২৬

নোয়াখালীকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা চট্টগ্রামের

নোয়াখালীকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা চট্টগ্রামের, ছবি: বিসিবি

নানা সমস্যাকে পেছনে ফেলে চট্টগ্রাম রয়্যালস এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেমেও জয় দিয়ে শুরু করেছে অভিযান। নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

টস জিতে আগে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম রয়্যালস। পাকিস্তানি ওপেনার মির্জা বেগের ৬৯ বলে ৭ চার ও ২ ছক্কায় করা ৮০ রানের দুর্দান্ত ইনিংসে তারা ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৭৪ রান। সাব্বির হোসেন নেন ২ উইকেট। এছাড়া অধিনায়ক শেখ মেহেদি হাসান করেন ১৩ বলে ৩ চার, ১ ছয়ে ২৬ রান।

জবাব দিতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে নোয়াখালী এক্সপ্রেস। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩ উইকেটে ৪২ রান তোলে তারা। রানের গতি ঠিক থাকলেও ধারাবাহিকভাবে উইকেট হারানোর কারণে অনেক আগেই ম্যাচটি হাতের মুঠো থেকে বেরিয়ে যায় নোয়াখালীর।

মাত্র ১৬.৫ ওভারেই নোয়াখালী এক্সপ্রেসের ইনিংস থামে ১০৯ রানে। ওপেনার মা‘জ সাদাকাত ২৭ বলে ৩ চার, ২ ছয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া হায়দার আলি ২৪ বলে ২ চার, ২ ছক্কায় করেন ২৮।

চট্টগ্রামের হয়ে তানভীর ইসলাম ৩৯ রানে ৩টি এবং শেখ মেহেদি ৪ ওভারে ১৭ রানে, শরিফুল ইসলাম ৩ ওভারে ১৪ রানে ও মুকিদুল ইসলাম ২.৫ ওভারে ১৮ রানে ২টি করে উইকেট নেন।

Exit mobile version