বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে ব্যাটিং বিপর্যয়ে রাজশাহী ওয়ারিয়র্স ২০ ওভারে ১৩৩ রানে গুটিয়ে গেছে। ফাইনালে উঠতে ১৩৪ রান দরকার চট্টগ্রামের । মিরপুরে আজ রাতে প্রাথমিক রাউন্ডে শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্স ও দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হয়েছে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩০ রানের উদ্বোধনী জুটি পায় রাজশাহী ওয়ারিয়র্স। ১৯ বলে ২ চার, ১ ছয়ে ২১ রানে বিদায় নেন সাহিবজাদা ফারহান। এর ব্যাটিং বিপর্যয় ঘটে। ব্যাটাররা উইকেটে যাওয়া-আসার মধ্যে থাকেন।
নাজমুল হোসেন শান্ত ৮, মুশফিকুর রহিম ০, আকবর আলি ৩, জেমস নিশাম ৬, রায়ান বার্ল ৩ রানে বিদায় নেন। মাত্র ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রাজশাহী। এরপরও বিপর্যয় কাটেনি।
একপ্রান্তে ভালো খেলতে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম ৩৭ বলে ৩ চার, ১ ছয়ে ৪১ রানে বিদায় নেন। রাজশাহীর দুর্ভোগ চলতে থাকে। ১৬.২ ওভারে মাত্র ৯৮ রানে ৭ উইকেট হারিয়ে সুবিধাজনক অবস্থানে থাকতে পারেনি রাজশাহী।
ওই সময় আব্দুল গাফফার সাকলাইন ১৫ বলে ২ চার, ৩ ছক্কায় ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন। এতে কিছুটা সম্মানজনক পুঁজি পায় রাজশাহী। ২০ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
চট্টগ্রাম রয়্যালসের পক্ষে শেখ মেহেদি হাসান ৪ ওভারে ২০ রানে ও আমের জামাল ৩ ওভারে ২৭ রানে ২টি করে উইকেট নেন। শরিফুল ইসলাম ৪ ওভারে ১৬ রানে এবং মুকিদুল ইসলাম মুগ্ধ, তানভির ইসলাম, মির্জা বেগ ও হাসান নওয়াজ ১টি করে উইকেট নেন।
