সিলেটকে আবার হারিয়ে শীর্ষে উঠল চট্টগ্রাম রয়্যালস

সিলেটকে আবার হারিয়ে শীর্ষে উঠল চট্টগ্রাম রয়্যালস

সিলেট মিশনে সফল রয়্যালস। ছবি: সংগৃহীত

সিলেটের রাতে চট্টগ্রামের দাপট

৩ দিন আগেও চট্টগ্রামের কাছে সিলেট টাইটান্স ৯ উইকেটে হেরেছে। আজ রাতে ফিরতি ম্যাচেও সিলেটকে আবার হারিয়ে শীর্ষে উঠল চট্টগ্রাম রয়্যালস । সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ দলীয় রান ৫ উইকেটে ১৯৮ করে তারা। সিলেট ২ বল আগেই গুটিয়ে যায় ১৮৪ রানে।

সিলেটকে আবার হারিয়ে শীর্ষে উঠল চট্টগ্রাম রয়্যালস । ছবি: সংগৃহীত

টস হেরে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। সঙ্গীদের নিয়ে উদ্বোধনী জুটিতে ৩৫, দ্বিতীয় উইকেটে ৬০ ও তৃতীয় উইকেটে ৩২ রান যোগ করেন এডাম রসিংটন। তিনি কিছুটা ধীরস্থির থাকলেও মাহমুদুল হাসান জয় ২১ বলে ৩ চার, ৪ ছক্কায় ৪৪ রান করেন।

টানা চতুর্থ ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকতে আউট হন রসিংটন। ৩৮ বলে ৬ চার, ১ ছয়ে ৪৯ রান করেন তিনি। পরে হাসান নওয়াজ ২০ বলে ১ চার, ২ ছয়ে ২৫ এবং শেখ মেহেদি হাসান ১৩ বলে ৪ চার, ১ ছয়ে অপরাজিত ৩৩ রান করেন।

শেষ ৫ ওভারে ৬৬ রান করে চট্টগ্রাম। ৩ উইকেট নেন রুয়েল মিয়া। জবাবে ৪ রানে প্রথম উইকেট হারানোর পর ৪০ রানের জুটি পায় সিলেট। তাওফিক খান ১৯ বলে ৩ ছক্কায় ২৩ রানে আউট হন।

ওয়ানডাউনে আফিফ হোসেন দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৩ বলে ৪ চার, ২ ছক্কায় ৪৬ রান করেন। আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। নিশ্চিত হারের পথে ছিল সিলেট। তবে খালেদ আহমেদ ৯ বলে ১ চার, ৩ ছক্কায় ২৫ রান করে চমকে দেন।

সিলেট টাইটান্সের আফিফ সর্বোচ্চ ৪৬ রান করেন, ছবি: সংগৃহীত

১৯.৪ ওভারে সিলেট গুটিয়ে যায় ১৮৪ রানে। পাকিস্তানি পেসার আমের জামাল ৪ ওভারে ৩৪ রানে ৪টি এবং শরিফুল ইসলাম ও তানভির ইসলাম ২টি করে উইকেট নেন।

এই জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে চট্টগ্রাম, ৫ ম্যাচে সমান পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে রংপুর রাইডার্স।

সংক্ষিপ্ত স্কোর

চট্টগ্রাম রয়্যালস- ১৯৮/৫; ২০ ওভার (রসিংটন ৪৯, মাহমুদুল ৪৪, শেখ মেহেদি ৩৩*, নওয়াজ ২৫; রুয়েল ৩/৪১)।

সিলেট টাইটান্স- ১৮৪/১০; ১৯.৪ ওভার (আফিফ ৪৬, খালেদ ২৫, তাওফিক ২৩, ইথান ২০; জামাল ৪/৩৪, তানভির ২/৩৮, শরিফুল ২/৩৯)।

ফল: চট্টগ্রাম রয়্যালস ১৪ রানে জয়ী।

Exit mobile version