নতুন রান রেকর্ড গড়ে দিল চট্টগ্রাম
মাত্র ৩ দিন আগে সিলেট টাইটান্সকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছে চট্টগ্রাম রয়্যালস। আজ ফিরতি ম্যাচেও শেখ মেহেদি হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৯৮ রান করেছে চট্টগ্রাম। এটিই এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সর্বোচ্চ সংগ্রহ চট্টগ্রাম রয়্যালসের । সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করেছে চট্টগ্রাম।

টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রামকে বড় সংগ্রহের ভিত গড়ার শুরুটা করে দিয়েছিলেন ফর্মের তুঙ্গে থাকা ইংলিশ ব্যাটার এডাম রসিংটন। নাঈম শেখের সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন তিনি। ১৫ বলে ২ চার, ১ ছয়ে ১৮ রানে বিদায় নেন নাঈম।
আর রসিংটন টানা চতুর্থ ফিফটির দিকে এগিয়ে যান। কিন্তু বিপিএল ইতিহাসের সেই অবিশ্বাস্য রেকর্ডটা করতে পারেননি ১ রানের জন্য। দ্বিতীয় উইকেটে অবশ্য তিনি আর মাহমুদুল হাসান জয় ৩৮ বলে ৬০ রানের যে জুটি গড়েছেন তাতেই বড় সংগ্রহ গড়ার অবস্থা তৈরি হয়েছে।

মাহমুদুল ২১ বলে ৩ চার, ৪ ছক্কায় ৪৪ রান করে রুয়েল মিয়ার পেসে সাজঘরে ফিরেছেন। কিছুটা ধীরস্থির রসিংটন তৃতীয় উইকেটে হাসান নওয়াজের সঙ্গে আরও ৩২ রানের জুটি গড়েই বিদায় নেন। তিনি ৩৮ বলে ৬ চার, ১ ছয়ে ৪৯ রান করেন।
হাসান নওয়াজও ২০ বলে ১ চার, ২ ছক্কায় ২৫ রানে ফিরে যান। এরপর অধিনায়ক শেখ মেহেদি ঝড় তোলেন। তিনি মাত্র ১৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন। এতে শেষ ৫ ওভারে চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ৬৬ রান।
শেষ পর্যন্ত চট্টগ্রাম তুলেছে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান। পেসার রুয়েল মিয়া ৪ ওভারে ৪১ রানে ৩ উইকেট নেন। মঈন আলি ১ উইকেট নিতে পারলেও ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়েছেন। এটাই চলতি আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত ২৬ ডিসেম্বর সিলেটের করা ১৯০ রানের জবাবে রাজশাহী ওয়ারিয়র্স করেছিল ২ উইকেটে ১৯২ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















