সর্বোচ্চ রান সংগ্রাহককে হারাল চট্টগ্রাম রয়্যালস

সর্বোচ্চ রান সংগ্রাহককে হারাল চট্টগ্রাম রয়্যালস

ইনজুরির কারণে ছিটকে গেছেন রসিংটন।ছবি: বিসিবি

রসিংটনকে হারিয়ে বিপাকে চট্টগ্রাম

সর্বোচ্চ রান সংগ্রাহককে হারাল চট্টগ্রাম রয়্যালস , এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে অবিশ্বাস্য ফর্মে আছেন রসিংটন। এখন পর্যন্ত সর্বাধিক রান তার। সেই এডাম রসিংটনকে হারাল চট্টগ্রাম রয়্যালস। বাঁ হাতে ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন চলতি আসরের পরবর্তী অংশ থেকে।

এবার বিপিএলে দারুণ সময় কাটাচ্ছে চট্টগ্রাম রয়্যালস। ৭ ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিয়ে ১০ পয়েন্টে শীর্ষে আছে তারা। দলটির এমন পারফরম্যান্সের পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন রসিংটন।

এক বিবৃতিতে রসিংটনের বিপিএল থেকে ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। সেখানে বলা হয়েছে, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করার সময় বাঁ হাতে চোট পান রসিংটন। তার ইনজুরি এতটাই গুরুতর যে, পুরো বিপিএল থেকেই ছিটকে গেছেন তিনি।

এবার বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন ইংলিশ ওপেনার রসিংটন। টানা তিনটি ফিফটিও হাঁকিয়েছেন। এমনকি টানা চতুর্থ হাফ সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া করেছেন মাত্র ১ রানের জন্য।

সবিমিলিয়ে এবারের বিপিএলে সর্বাধিক রান রসিংটনের। ৬ ম্যাচে ৬৪.৫০ গড়ে ২৫৮ রান করেছেন তিনি। রসিংটনের স্ট্রাইকরেট ১৩৯.৪৫। সর্বোচ্চ অপরাজিত ৭৩ রানের একটি ইনিংস খেলেছেন।

Exit mobile version