নোয়াখালীকে ১৭৫ রানের টার্গেট দিল চট্টগ্রাম রয়্যালস

নোয়াখালীকে ১৭৫ রানের টার্গেট দিল চট্টগ্রাম রয়্যালস

নোয়াখালীকে ১৭৫ রানের টার্গেট দিল চট্টগ্রাম রয়্যালস, ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার রাতে দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ১৭৫ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে পাকিস্তানী ওপেনার মির্জা বেগের ৮০ রানের সুবাদে বড় সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম।

এবার বিপিএল শুরুর আগেই বিদেশি ক্রিকেটার, কোচ নিয়ে সমস্যায় পড়ে চট্টগ্রাম। শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সেই দলটিই বিপিএল শুরুর দিনে মাঠে নামে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তুলে বেশ ভালোই শুরু পায় চট্টগ্রাম। অবশ্য একপ্রান্তে মির্জা বেগ দারুণ ব্যাটিং করলেও অন্যদিকে বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারছিলেন না।

এবার বিপিএলে সর্বাধিক ১ কোটি ১০ লাখ টাকায় দল পাওয়া নাইম শেখ ১১, মাহফিজুল ইসলাম ১৬ ও মাহমুদুল হাসান জয় ১৭ রানে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে মাহমুদুল-মির্জা ৫৮ রানের জুটি গড়েন।

কিন্তু মির্জা বেগের ব্যাটিংয়েই বড় সংগ্রহের পথে এগিয়ে যায় চট্টগ্রাম। অধিনায়ক শেখ মেহেদি হাসান পাঁচে নেমে ১৩ বলে ৩ চার, ১ ছয়ে ২৬ রান করেন। আর মির্জা বেগ ৬৯ বলে ৭ চার, ২ ছক্কায় করেন ৮০ রান। তিনি ইনিংসের শেষ বলে সাজঘরে ফেরেন।

চট্টগ্রাম রয়্যালস ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করে। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে সাব্বির হোসেন ১ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নেন। হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা ও মাজ সাদাকাত ১টি করে উইকেট নেন।

Exit mobile version