ঢাকাকে ১০ উইকেটে হারিয়ে চট্টগ্রামের চমক

মোহাম্মদ নাইম ও অ্যাডাম রোসিংটনের ১২৩ রানের জুটিতে ১০ উইকেটে জয় পেয়েছে চট্টগ্রাম

মোহাম্মদ নাইম ও অ্যাডাম রোসিংটনের ১২৩ রানের জুটিতে ১০ উইকেটে জয় পেয়েছে চট্টগ্রাম

চমক দেখালো চট্টগ্রাম রয়্যালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলে চমক দেখালো চট্টগ্রাম রয়্যালস। এবারের আসরের নবম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বন্দর নগরীর দলটি। প্রথমে প্রতিপক্ষকে ১৯ ওভার চার বলে ১২২ রানে অল-আউট করার পর ৪৪ বল ও ১০ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় শেখ মেহেদী হাসানের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। শুরুতে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ঢাকার ব্যাটারদের চেপে ধরে মেহেদী মিরাজের বোলাররা। প্রথম ওভারেই উইকেট হারানো ঢাকার ব্যাটাররা নিয়মিত বিরতিতে আসা যাওয়া করে ১৯ ওভার চার বলে ১২২ রানে গুটিয়ে যায়।

Exit mobile version