সিলেটকে কোয়ালিফায়ারে তুললেন ওকস
রোমাঞ্চকর লড়াইয়ে সিলেটকে জেতালেন ওকস , বিপিএলের হাইভোল্টেজ এলিমিনেটরের ম্যাচে ক্রিস ওকসের বিশাল ছক্কায় জিতেছে সিলেট টাইটান্স। জিততে শেষ বলে ৬ রানের প্রয়োজন ছিল সিলেটের। কিন্তু ঐ বলে বিশাল ছক্কায় ৩ উইকেটে জয় নিশ্চিত করে ওকস। বিপিএলে প্রথম ম্যাচেই জয়ের নায়ক ইংলিশ তারকা ক্রিকেটার। এ জয়ের ফলে বিপিএলের কোয়ালিফায়ার নিশ্চিত করল সিলেটের দলটি।
জবাবে ১১২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। ওপেনার তৌফিক খান ২ রান করে মোস্তাফিজের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপর দলীয় ৪৪ রানে চার উইকেট হারায় তারা। পারভেজ হোসেন ইমন ১৮, আরিফুল হক ১৭ ও আফিফ হোসেন ৩ রান করে বিদায় নেন।
৯ রানের সমীকরণ ভাঙলেন ওকস
দলের বিপদে স্যাম বিলিংস ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বেশ শক্ত জুটি গড়েন। শেষ দিকে মিরাজ ১৮ ও স্যাম ২৯ রান করে বিদায় নেন। ১৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে সিলেটে রান তখন ৯৭। শেষ ওভারে জিততে প্রয়োজন ছিল ৯ রান। ক্রিজে তখন মঈন আলী ও ক্রিস ওকস। ওভারের প্রথম বলে ২ নেন মঈন। পরের দুই বলে কোন রান নিতে পারেনি মঈন। শেষ জলে প্রয়োজন ছিল ৬ রান। কিন্তু ঐ বলে বিশাল ছক্কায় দলকে জেতান ক্রিস ওকস। ওকস ৪ বলে ১০ ও খালেদ ১ রান করে অপরাজিত থাকেন।
এর আগে বিপিএলে এলিমিনেটরের বাঁচা মরার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রান তোলে রংপুর রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ৪ রান করে খালিদের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন তাওহীদ হৃদয়। পরের ওভারে ক্রিস ওকসের বলে ৪ রান করে ইমনের তালুবন্দি ডেভিড মালান।
দলীয় ২৯ রানে ৪ উইকেট হারায় তারা। এর মাঝে বিদায় নেন লিটন ১, কাইল মায়ার্স ৮। দলের বিপদে খুশদিলশাহকে নিয়ে রংপুরের হাল ধরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। দারুণ শুরুর পর খুশদিল শাহ ৩০ রানে দলীয় ৬৩ রানে মাথায় নাসুমের বলে ক্যাচ দিয়ে ফেরেন।
এরপর মাহমুদউল্লাহ রিয়াদ যখন ৩৩ রান করে বিদায় নেন তখন রংপুরের রান ৬ উইকেট হারিয়ে ১৫.৫ ওভারে ৯৪। এরপর নুরুল হাসান সোহান সর্বোচ্চ ১৮ রান করেন। শেষ দিকে আর কেউ সুবিধা করতে পারেনি। বল হাতে সিলেটের পক্ষে মঈন আলী ৪ ওভারে ১৪ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। এছাড়া ক্রিস ওকস ৪ ওভারে ১৫ রানে দুটি। নাসুম আহমেদ ৪ ওভারে ১২ রানে দুটি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
- রংপুর রাইডার্স ২০ ওভারে ১১১/৯
- সিলেট টাইটান্স ২০ ওভারে ১১২/৭
- সিলেট ৩ উইকেটে জয়ী
