বিপিএল শুরুর আগেই নাটক

বিপিএল শুরুর আগেই নাটক

বিপিএল শুরুর আগেই নাটক শুরু। অব্যস্থাপনার অভিযোগ তুলে অনুশীলন বয়কট করেছেন নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের। এ সময় তারা প্র্যাকটিস গ্রাউন্ড ছেড়ে যান। তবে ঠিক কী নিয়ে তাদের এইঅসন্তোষ, তা এখনও স্পষ্ট নয়। 
আজ ২৫ ডিসেম্বর দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন চলছিল নোয়াখালীর। হঠাৎ করেই অনুশীলন না করিয়ে বের হয়ে আসেন সুজন। সহকারী কোচ তালহাকে নিয়ে উঠে পড়েন ভাড়ায় চালিত সিএনজিতে। এ সময় তাদের দুজনকেই রাগান্বিত অবস্থায় দেখা গেছে। 

এ বিষয়ে তালহা জুবায়ের বলেন, ‘এভাবে করে… আমার জীবনে অনেক বিপিএল করেছি। আমার জীবনে সবচেয়ে বিরক্তিকর বিপিএল এটা লেগেছে। জানি না আপনি করবেন কি না, আমি করব না।’

এ সময় খালেদ মাহমুদ সুজন বলেন,‘আজকে আমি কিছু করতেই পারব না। মেজাজ খারাপ আছে। পরে দেখা যাবে।’ তিনি আরও বলেন, ‘বল চুরি করবে না বেঁচে খাবে? বলের টাকাও তো নেইনি।’ ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল, যেখানে সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে নোয়াখালীর অভিষেক হওয়ার কথা।

Exit mobile version