ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে হঠাৎ করে যেন হারের ছন্দে কভেন্ট্রি সিটি – এগিয়ে থেকেও পরাজয় । একটা সময়ে ১২ ম্যাচের এগারটিতে জয় পাওয়া দলটি ছন্দ হারিয়ে ধুঁকছে। সোমবার রাতে অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকেও নরউইচ সিটির কাছে ২-১ গোলে হেরেছে।
হারলেও পয়েন্ট টেবিলে ঠিকই শীর্ষস্থান ধরে রেখেছে কভেন্ট্রি সিটি। ২৯ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট তাদের। এই হারের ফলে মিডলসবরাহ তাদের আরও কাছে আসার সুযোগ পেয়েছে। ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা।
ড্র দিয়ে মৌসুম শুরু করলেও অক্টোবর ও নভেম্বরে খেলা ১২ ম্যাচের এগারটিতে জয় পেয়েছিল তারা। তারপর ডিসেম্বর থেকে শুরু হয় তাদের ছন্দপতন। কখনো জয়, কখনো ড্র আবার কখনো হার তাদের সঙ্গী। খেলায় নেই কোনো ধারাবাহিকতা। সর্বশেষ ১১ ম্যাচে মাত্র চারটিতে জয় পেয়েছে তারা। চারটিতে হার এবং তিনটিতে ড্র।
সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ৩৮ মিনিটে রোমাইন ইসের গোলে কভেন্ট্রি এগিয়ে যায়। কিন্তু বিরতির পর খেলা শুরু হতেই নরউইচ সে গোল ফিরিয়ে দেয়। আনিস বেন সিমানে ৪৬ মিনিটে গোল করেন। ৬৭ মিনিটে আল আহমেদ স্কোরশিটে নাম লিখিয়ে কভেন্ট্রির হার নিশ্চিত করেন তিনি।
