পরিচয় অভিনয়শিল্পী হলেও আবেগটা একদম একজন ভক্তের। বিপিএলের ম্যাচ দেখতে সিলেটে হাজির ছিলেন জিয়াউল হক পলাশ। মাঠের গ্যালারিতে বসে খেলা দেখা, দলকে উজ্জীবিত করা আর ক্রিকেট নিয়ে নিজের না-পাওয়া স্বপ্নের কথা বললেন তিনি। পলাশের ভাষায়, ছোটবেলা থেকেই ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল ।
তবে সেই স্বপ্ন পূরণ না হলেও খেলাটার সঙ্গে আবেগ কখনো কমেনি। মাঠে নামতে না পারার আক্ষেপ থাকলেও বাইরে থেকে ক্রিকেট উপভোগ করাটাও এখন তার কাছে আলাদা আনন্দ।
নিজ জেলা নোয়াখালীর দল নিয়ে পলাশ বেশ আশাবাদী। তার বিশ্বাস, দলের ভেতরের সব ঝামেলা কাটিয়ে পারফরম্যান্স দিয়েই জবাব দেবে নোয়াখালী। বিদেশি ক্রিকেটাররা দলে যোগ দিলে দল আরও শক্ত হবে বলেও মনে করেন তিনি।
নিজের ক্যারিয়ারের কথা বলতে গিয়ে পলাশ অকপটে স্বীকার করেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটাই তার জীবনের বড় টার্নিং পয়েন্ট। এই কাজের পরই দর্শকের ভালোবাসা ও পরিচিতি একেবারে বদলে গেছে।
ক্রিকেটে তার প্রিয় নাম সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স দেখতে শুটিং ফাঁকি দেওয়ার গল্প বলতেও লজ্জা পাননি পলাশ। এখনো বিপিএলে সাকিবকে না পেয়ে আক্ষেপ তার।
সবশেষে পলাশের স্পষ্ট কথা, জীবনে আবার সুযোগ এলে তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনাকেই বেছে নিতেন। কারণ নির্দেশনা দেওয়াটাই তার আসল প্যাশন।
গ্যালারিতে বসে খেলা দেখা মানুষটা তাই শুধু তারকা নন, ভেতরে ভেতরে আজও একজন হার্ডকোর ক্রিকেটপ্রেমী।
