সব ধরণের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত থেকে রাতে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াব সরে এসেছে। শুক্রবার থেকে শর্তসাপেক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। তবে সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোয়াব।
বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে বিতর্কিত বক্তব্যের পর তার পদত্যাগের আল্টিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তিনি পদত্যাগ না করলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ সব ধরণের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নেয় ক্রিকেটাররা। নাজমুলকে আজ দুপুরের মধ্যেই পদত্যাগের সময় বেঁধে দেন তারা।
অবশ্য বিসিবি নাজমুলকে কারণ দর্শানো নোটিস দেওয়ার পাশাপাশি অর্থ বিভাগের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে। কিন্তু ক্রিকেটাররা তা মানেননি। নিজেদের দাবিতে অনড় থাকেন ক্রিকেটাররা। সে কারণে বিপিএলের কোনো ম্যাচই আজ অনুষ্ঠিত হয়নি।

কিন্তু রাতে কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে শর্ত সাপেক্ষে খেলায় ফেরার সিদ্ধান্ত জানায়। সেই বিজ্ঞপ্তিতে আছে-
ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল দল এখন বিশ্বকাপে আছে, সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলির উপর পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে যেহেতু বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব, সেই প্রক্রিয়া চলতে থাকবে।
পাশাপাশি, পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি। বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকে খেলায় ফিরতে প্রস্তুত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩










