কুইন্টন ডি ককের বিধ্বংসী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে বৃহষ্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ডি ককের সেঞ্চুরির সুবাদে ৭ উইকেটে জয় প্রোটিয়াদের। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ২২১ রান করেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৭.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়।
এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে এগিয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের সামনে জাগলো হোয়াইট ওয়াশের আশঙ্কা।
ব্রান্ডন কিং, শিমরন হেটমায়ের ও শেরফেন রাদারফোর্ডের চমৎকার ব্যাটিংয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ লড়াকু ইনিংস দাঁড় করিয়েছিল। এক রানের জন্য কিং হাফ সেঞ্চুরি পাননি। তবে হেটমায়ের ও রাদারফোর্ডের সংগ্রহ ছিল যথাক্রমে ৭৫ ও ৫৭। রাদারফোর্ড ২৪ বলে করেছিলেন ৫৭ রান।
তবে রাদারফোর্ডের ইনিংসকে টপকে যান কুইন্টন ডি কক। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪৯ বলে তিনি করেন ১১৫ রান। আধা ডজন ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। আর বাউন্ডারি দশটি।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২২১/৪ (২০ ওভার)। (ব্রান্ডন কিং ৪৯, হেটমায়ের ৭৫, রাদারফোর্ড ৫৭*; কেশব মহারাজ ২/২২)।
দক্ষিণ আফ্রিকা: ২২৫/৩ (১৭.৩ ওভার)। (ডি কক ১১৫, রিকেলটন ৭৭; আকিল হোসেন ২/৪১)
ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।
