বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম বিতর্কিত মন্তব্য করার কারণে দেশের ক্রিকেটাঙ্গন অস্থির হয়ে ওঠে। ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগ দাবি করে। বিসিবিও শোকজ করে নির্ধারিত সময়ে জবাব পায়নি। এখন নাজমুলের ব্যাপারে সিদ্ধান্ত শনিবারের বিসিবি সভায় নেওয়া হতে পারে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত। বাংলাদেশ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এমন প্রশ্নে নাজমুল ইসলাম বিরূপ মন্তব্য করেন। এরপরই দেশের ক্রিকেটে অস্থিরতা দেখা দেয়।
বিসিবি তাকে শোকজ করে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বললেও ওই সময়ের মধ্যে তিনি উত্তর দেননি। ৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর শোকজের লিখিত জমা দিয়েছেন। তবে এর আগেই বিসিবির ডিসিপ্লিনারি কমিটি তার বিষয়টি নিয়ে আলোচনা করেছে।
গঠনতন্ত্রও ঘাঁটাঘাঁটি করা হয়েছে। কারণ শোকজের জবাব দেরি করে দিয়েছেন এবং কোনো যোগাযোগও করেননি নাজমুল ইসলাম। এদিকে তার বক্তব্যে ক্রিকেটাররা দাবি করেছেন তার পদত্যাগ এবং আল্টিমেটাম দিয়েছেন নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কট করার।
দেরিতে হলেও নাজমুল যেহেতু জবাব দিয়েছেন, এখন বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে বিসিবির সংশ্লিষ্ট বিভাগ। কারণ, তিনি ইতোমধ্যেই ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হয়েছেন।
তার জবাব দেওয়া চিঠি পর্যালোচনা করে আসন্ন বোর্ড সভায় কোনো সিদ্ধান্ত হতে পারে নাজমুলের বিষয়ে। এমনটাই জানা গেছে। শনিবার হতে যাচ্ছে পরবর্তী বোর্ড সভা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















