মুস্তাফিজের কাটারেই পরাস্ত হলো গাল্ফ জায়ান্টস

মুস্তাফিজের কাটারেই পরাস্ত হলো গাল্ফ জায়ান্টস

নিজের ৪ বলেই ৩টি গুরুত্বপূর্ন উইকেট নিলেন মুস্তাফিজ

গতকাল রবিবার শারজায়, নিজের বলিং স্পেলের চার বলের ভেতরেই সব হিসাব উল্টে দিলেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের কাটারেই পরাস্ত হলো গাল্ফ জায়ান্টস আইএল টি-টোয়েন্টিতে রোববার নিজেদের অষ্টম ম্যাচে তার বিধ্বংসী স্পেলে গাল্ফ জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছে দুবাই। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে যায় গাল্ফ জায়ান্টস। দলের হয়ে আজমতুল্লাহ ওমারজাই ২৬ বলে ৪৩ রান করেন। অধিনায়ক জেমস ভিন্স যোগ করেন ৩৬ রান।

গাল্ফের ইনিংসে মুস্তাফিজের শুরুটা ছিল খরুচে। দ্বিতীয় ওভারে প্রথমবার বোলিংয়ে এসে তিনি দেন ১৩ রান। তবে ইনিংসের ১৪তম ওভারে দ্বিতীয় স্পেলে ফিরে সম্পূর্ণ চিত্র বদলে দেন কাটার মাস্টার। ওই ওভারে মাত্র ৬ রান দিয়ে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।

ওভারের দ্বিতীয় বলে ভিন্স, চতুর্থ বলে আজমতুল্লাহ ওমারজাই এবং পঞ্চম বলে সিন ডিকসনকে ফিরিয়ে চার বলের ব্যবধানে ধস নামান মুস্তাফিজ। সব মিলিয়ে ৩.৫ ওভার বল করে ৩৪ রানে ৩ উইকেট শিকার করেন তিনি।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তুলে নেয় দুবাই। ওপেনার শায়ান জাহাঙ্গীর করেন ৪৮ রান। রোভম্যান পাওয়েল অপরাজিত থাকেন ৪৭ রানে। অধিনায়ক মোহাম্মদ নবি করেন কার্যকর ২৫ রান।

দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার ওঠে মুস্তাফিজের হাতে। চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার।

এই জয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে দুবাই। আর মুস্তাফিজ আবারও প্রমাণ করলেন, ম্যাচ ঘোরানোর জন্য কখনো কখনো চার বলই যথেষ্ট।

Exit mobile version