দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।আজকের ম্যাচে শ্রীলংকাকেও হারালো বাংলাদেশ। শ্রীলংকাকে ৩৯ রানে হারিয়ে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই গ্রুপে পর্বের খেলা শেষ করলো টাইগাররা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
আজ সকালে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলংকা অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ভিমাথ দিনসাড়া। আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। জাওয়াদ আবরার ও রিফাত বেগের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ১২ ওভার শেষে বিনা উইকেটে ৮১ রান তোলে দল।
ইনিংসের ১৩তম ওভারে দলীয় ৮৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৩৬ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন জাওয়াদ আবরার। দলীয় ১০৩ রানে রিফাত বেগ আউট হলে দ্বিতীয় উইকেটের পতন হয়। তিনি ৪৮ বলে ৩৬ রান করেন।
এরপর আজিজুল হাকিম তামিমকে সঙ্গে নিয়ে ৫৩ রানের একটি জুটি গড়েন কালাম সিদ্দিকি এলিন। দলীয় ১৫৬ রানে আজিজুল হাকিম তামিম আউট হলে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তিনি করেন ৪৮ বলে ২৯ রান।
এরপরই বাংলাদেশের ইনিংসে ধস নামে। ১৫৬ থেকে ১৯১ রান, অর্থাৎ মাত্র ৩৫ রানের ব্যবধানে পরের ৫টি উইকেট হারায় দল। স্কোর দাঁড়ায় ১৯১ রানে ৮ উইকেট। মিডল অর্ডারের ব্যাটাররা এদিন ব্যর্থ হন। রিজওয়ান হোসেন করেন ৬ রান, আর শাহরিয়ার আহমেদ করেন ৩ রান।
শেষ দিকে ফরিদ হাসান ফয়সাল কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তিনি ৪০ বলে ২৯ রান করে রানআউট হলে শেষ উইকেটে ইকবাল হোসেইনের ১২ রানে ভর করে ২২৫ রানে গিয়ে থামে বাংলাদেশের ইনিংস। নিজেদের ইনিংসের ২১ বল বাকি থাকতেই ৪৬.৩ ওভারে অলআউট হয় বাংলাদেশ।
শ্রীলংকার হয়ে কাভিজা গামানে একাই শিকার করেন ৪টি উইকেট। রাসিথ নিমসারা ও ভিরান চামুদিথা নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে থাকে শ্রীলংকা।
বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি লঙ্কান ব্যাটাররা। দলীয় ৪৪ রানেই ৪ উইকেট হারায় শ্রীলংকা। ৫ম উইকেটে ৩৭ রান যোগ করে শ্রীলংকা। দলীয় ৮১ রানেই ৫ উইকেটের পতন হয় শ্রীলংকার।
১২১ রানে শ্রীলংকা ৭ম উইকেট হারালে বাংলাদেশের পরাজয় কেবল সময়ের অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ১৮৬ রানে থামে শ্রীলংকার ইনিংস
বাংলাদেশের হয়ে শাহরিয়ায় আহমেদ ৩ টি এবং ইকবাল হোসেইন ইমন টি এবং সাইমুন বাশার রাতুল ২ টি এবং আজিজুল হাকিম ১ উইকেট নেন।
এটি ছিল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
গ্রুপ ‘এ’-এর বাকি ম্যাচগুলো ইতোমধ্যেই শেষ হয়েছে। নিজেদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল। অর্থাৎ গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তান সেমিফাইনালে নিশ্চিত করে।
অন্যদিকে, গত সোমবার আফগানিস্তান বনাম শ্রীলংকার ম্যাচে শ্রীলংকার জয়ের ফলে গ্রুপ ‘বি’ থেকে বাংলাদেশ ও শ্রীলংকার সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। আজ শ্রীলংকাকে হারানোর ফলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পায় টাইগাররা।
আগামী ১৯ ডিসেম্বর, শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। একটিতে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান, আর অন্যটিতে শ্রীলংকার বিপক্ষে খেলবে ভারত।
আজকের ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। এই ম্যাচের ফলেই নির্ধারিত হয়েছে সেমিফাইনালে কোন দল কার বিপক্ষে খেলবে। কারণ গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়নের মুখোমুখি হবে গ্রুপ ‘বি’-এর রানারআপ, আর গ্রুপ ‘বি’-এর শীর্ষ দল খেলবে গ্রুপ ‘এ’-এর রানারআপের বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











