অ্যাওয়েতে হতাশা আল নাসরের
শিরোপা দৌড়ে টিকে থাকতে আল হিলালের বিপক্ষে জয়টা দরকার ছিল আল নাসরের। সৌদি প্রো লিগে সোমবার অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে সে পথেই ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোরা। শেষ পর্যন্ত অবশ্য জয় নয়, রোনালদোর গোল সত্ত্বেও হার আল নাসরের । রোনালদোর গোলে এগিয়ে থাকা সত্ত্বেও ৩-১ গোলে হেরেছে আল নাসর।

রোনালদোর গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আল নাসর। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেয় আল হিলাল। সে ঝড়ে তিনবার জল থেকে বল কুড়িয়ে আনতে হয় আল নাসরের গোলরক্ষককে। আর তাতেই শিরোপা জয়ের সম্ভাবনা অনেকটাই এখানে শেষ হয়ে যায় আল নাসরের।
ম্যাচ শুরুর আগে দুই দলের ব্যবধান ছিল ৪ পয়েন্টের। রোনালদোর গোলের পর সেই ব্যবধান কমে এক পয়েন্টে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ম্যাচ শেষে সেই ব্যবধান এখন বেড়ে দাঁড়িয়েছে ৭ পয়েন্টে। ১৪ ম্যাচ শেষে আল নাসরের পয়েন্ট ৩১। আর আল হিলালের সংগ্রহ ৩৮ পয়েন্ট।
সালেম আল দাওসারির গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে আল হিলাল সমতা ফেরায়। পেনাল্টি থেকে গোল করেন তিনি। ৮১ মিনিটে মোহাম্মদ কানো গোল করে আল হিলালকে এগিয়ে নেন। ইনজুরি সময়ে আবার পেনাল্টি থেকে গোল পায় আল হিলাল। রুবেন নেভাস করেন গোলটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















