গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই পেনাল্টি থেকে গোল। তারপরও সৌদি প্রো লিগে দলকে জেতাতে পারেননি এই পর্তুগীজ তারকা। বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত নিজেদের মাঠের খেলায় আল নাসর আল কাদশিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য এই হার বড় এক আঘাত হতে পারে। গোল করে সহস্রতম গোলের দিকে আরও এক ধাপ এগিয়েছেন তিনি। তবে শিরোপা খরা কাটানোর পথটা অমসৃণ হয়ে উঠেছে এই পর্তুগীজ তারকার। লিগে এটা ছিল আল নাসরের টানা দ্বিতীয় হার। এই হারের ফলে শীর্ষস্থান হারিয়েছে তারা। সর্বশেষ তিন ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। টানা দ্বিতীয় ম্যাচে হারের আগে তারা এক ম্যাচে ড্র করেছিল।
আল নাসরের এই হারে স্বস্তিতে আল হিলাল। তারা আল নাসরের থেকে চার পয়েন্ট বেশি নিয়ে এখন শীর্ষে রয়েছে। আল হিলালের পয়েন্ট ১৩ ম্যাচ থেকে ৩৫। আল নাসরের ৩১। ১২ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে আল তাউন চোখ রাঙানি দিচ্ছে আল নাসরকে। তবে এখনো অনেক পথ বাকি। এখনো লিগে ২১টি করে ম্যাচ বাকি রয়েছে। ২৭ পয়েন্ট নিয়ে আল কাদশিয়া চতুর্থ স্থানে রয়েছে।
পয়েন্ট টেবিলে আল হিলালের সঙ্গে ব্যবধান কমানোর দারুণ সুযোগ রয়েছে রোনালদোদের। আগামী সোমবার রিয়াদ ডার্বিতে এই দুটো দল মুখোমুখি হবে। সে ম্যাচে আল নাসর জয় পেলে ব্যবধান কমে আসবে। আর হারলে ব্যবধানে বেড়ে সাত পয়েন্টে দাঁড়াবে। তবে এ ম্যাচে আল নাসরের জন্য জয় পাওয়াটা কঠিন হবে। কেননা ম্যাচটি হবে আল হিলালের মাঠে।
ম্যাচে তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। আল কাদশিয়া ৫১ ও ৬৬ মিনিটে দুই গোল করে এগিয়ে যায়। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রোনালদো ব্যবধান কমান, তবে দলকে হার থেকে রক্ষা করতে পারেননি।
