নাজুক অবস্থা রিয়াল মাদ্রিদের। লা লিগায় পয়েন্ট টেবিলে দারুণ অবস্থায় দলটি। শীর্ষে থাকা বার্সেলোনা থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তাতে শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় লেভান্তের বিপক্ষে ম্যাচে জয় সত্ত্বেও নিজেদের মাঠে দুয়োধ্বনি শুনলো রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা।
লা লিগায় ভালো অবস্থানে থাকলে সময়টা বড্ড নাজুক রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে হেরেছে তারা। ছিটকে গেছে কোপা দেল রে থেকেও। দ্বিতীয় সারির দল আলবাসিতের কাছে হেরেছে তারা। যার ধারাবাহিকতায় কোচ বদল হয়েছে। জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হয়েছেন আলভারো আরবেলোয়া।
বাজে পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা বজায় ছিল লেভান্তের বিপক্ষেও। প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি গোলে এগিয়ে যায় তারা। কিলিয়ান এমবাপ্পে করেন গোলটি। লেভান্তের গোলরক্ষক ম্যাথিউ রায়ানকে ভুল পথে পাঠিয়ে সহজ গোল করেন তিনি। রিয়ালের হয়ে এ মৌসুমে এটা ছিল এমবাপ্পের ত্রিশতম লক্ষ্যভেদ। ৬৫ মিনিটে রিয়াল মাদ্রিদ দেখা যায় দ্বিতীয় গোলের। রাউল অ্যাসেনসিও’র এই গোলে রিয়াল মাদ্রিদের জয়ও নিশ্চিত হয়।
এদিন অনুষ্ঠিত অন্যান্য ম্যাচে জয় পেয়েছে জিরোনা, মায়োর্কা ও ওসাসুনা। জিরোনা ২-০ গোলে এস্পানিওলকে, মায়োর্কা অ্যাথলেতিক ক্লাবকে ৩-২ গোলে এবং ওসাসুনা একই ব্যবধানে রিয়াল ওভিয়েদোকে হারিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















