বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও স্বাগতিক সিলেট টাইটান্স। রোমাঞ্চকর এই ম্যাচে টস ভাগ্য এসেছে ঢাকার পক্ষে, যারা জয় দিয়ে আসর শুরু করেছিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে তাসকিনকে দলে ফিরিয়ে ফিল্ডিংয়ে ঢাকা ।
ম্যাচ শুরু দুপুর ১টায়। এই ম্যাচে ঢাকার একাদশে দুই পরিবর্তন এসেছে। একাদশে ফিরেছেন তারকা পেসার তাসকিন আহমেদ। এছাড়া একাদশে এসেছেন জুবাইদ আকবরি। জায়গা হারিয়েছেন বিদেশি বোলার জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল মামুন। সিলেটের একাদশে একটি পরিবর্তন এসেছে। সালমান ইরশাদের জায়গায় সুযোগ পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।
সিলেট টাইটান্স : সাইম আইয়ুব, রনি তালুকদার, জাকির হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মোহাম্মদ আমির, সালমান ইরশাদ।
ঢাকা ক্যাপিটালস : সাইফ হাসান, উসমান খান, জুবাইদ আকবরি, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাসির হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সালমান মির্জা, তাসকিন আহমেদ।
