বিপিএল ছাড়লেন ঢাকা ক্যাপিটালস কোচ

বিপিএল ছাড়লেন ঢাকা ক্যাপিটালস কোচ

বিপিএল ছাড়লেন ঢাকা ক্যাপিটালস কোচ, ছবি: খেলা.লাইভ

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতোমধ্যেই ৩টি দল নিশ্চিত করেছে প্লে-অফ। সম্ভাবনা আছে ঢাকা ক্যাপিটালসেরও। এই অবস্থায় দলটির প্রধান কোচ টবি র‌্যাডফোর্ড দায়িত্ব ছাড়লেন। মূলত আফগানিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার কারণেই তিনি বিপিএল ছেড়েছেন।

৬ দলের চলমান বিপিএল আসরে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। বাকি ৩ দলের মধ্যে একটি দল সুযোগ পাবে শেষ চারে। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকলেও সম্ভাবনা আছে ঢাকা ক্যাপিটালসের।

বাকি দুই ম্যাচেই জিততে হবে ঢাকাকে। সেই সঙ্গে ৮ ম্যাচে ৮ পয়েন্ট লাভ করা রংপুর রাইডার্সকে আর জেতা চলবে না। এ দুই দলই নিজেদের পরবর্তী ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। ম্যাচটির ফলাফলেই হতে পারে প্লে-অফের ফয়সালা।

এমন একটি ডু-অর-ডাই ম্যাচের আগে প্রধান কোচ টবি র‌্যাডফোর্ডকে হারাল ঢাকা ক্যাপিটালস। তিনি বিপিএলের সিলেট পর্বের শেষ দিন সকালেই চলে গেছেন। আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

টবির জায়গায় নতুন করে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গোলাম মর্তুজা। এর আগে টুর্নামেন্টের শুরুতেই মাঠে হার্ট অ্যাটাক করে মারা যান ঢাকার সিনিয়র সহকারী কোচ মাহবুব আলী জাকি।

Exit mobile version