বিপিএলে জয় দিয়ে শুরু ঢাকা ক্যাপিটালসের
প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে বড় জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার । শনিবার সিলেটে নিজেদের প্রথম ম্যাচেই রাজশাহীকে উড়িয়ে দিয়েছে মিঠুনের দল ঢাকা ক্যাপিটালস । ৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় ঢাকা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছিল শান্তর রাজশাহী।

এদিন দলের পক্ষে আব্দুল্লাহ মামুন ৩৯ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া উসমান খান ১৮, মিঠুন ১২, নাসির হোসেন ১৯ রান করে বিদায় নেন। তবে শামিম হোসেন ১৭ ও সাব্বির রহমান ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। বল হাতে নেওয়াজ ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান তোলে রাজশাহী। ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই ওপেনার শাহিবজাদা ফারহানকে হারায় তারা। স্বদেশী বোলার ইমাদ ওয়াসির ইনিংসের প্রথম বলে ক্রিজে ছেড়ে বেড়িয়ে এসে মারার চেষ্টা করেন ফারহান। কিন্তু ব্যাটে বল ছুঁতে পারেনি তিনি। ঢাকার অধিনায়ক মিঠুন স্ট্যাস্পিং করেন।
এরপর তানজিম হাসানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন প্রথম ম্যাচে সেঞ্চুরি উপহার দেওয়া নাজমুল হোসেন শান্ত। তামিম ১৫ বলে ২০ ও নাজমুল হোসেন শান্ত ২৮ বলে ৩৭ রান করে বিদায় নিলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজশাহী।
এরপর ইয়াসির ১৩ ও মুশিফকুর রহিম ২৪ রান করে বিদায় নেন। তবে মোহাম্মদ নেওয়াজ ২৬ রান করে অপরাজিত থাকেন। বাকিরা তেমন সুবিধা করতে পারেনি। ঢাকার পক্ষে ইমাদ ওয়াসিম ৪ ওভারে ১৬ রান দিয়ে একাই নেন তিন উইকেট। এছাড়া নাসির হোসেন নেন ৪ ওভারে ৩২ রানে দুটি উইকেট। এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















