দুশ্চিন্তায় ঢাকা ক্যাপিটালস
দলের সেরা পেসারের চোটে দুশ্চিন্তায় ঢাকা । ঢাকা ক্যাপিটালসকে সিলেটে রেখেই ঢাকায় ফিরেছেন তাসকিন আহমেদ। সবশেষ ম্যাচে নোয়াখালীর বিপক্ষে ঢাকার হয়ে খেলতে পারেনি এই পেসার। তাসকিন না থাকায় নোয়াখালীর বিপক্ষে ৪১ রানে হেরেছে তারা। বিপিএলে নিজেদের অস্টম ম্যাচে সিলেটে আজ রাজশাহীর বিপক্ষে এই পেসারকে পাচ্ছে না দলটি।
গত (রোববার) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে দেখা যায়নি এই পেসারকে। মূলত চোট পেয়েছেন তিনি। আপাতত তিনি খেলার মতো অবস্থায় নেই। তবে চোট গুরুতর নয়, এমনটা আশ্বস্ত করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নোয়াখালীর বিপক্ষে ঢাকা সর্বশেষ ম্যাচে হেরেছে বাজে ভাবে।
ম্যাচ হারের পর অধিনায়ক মিঠুন জানান, তাসকিনকে একাদশে রাখার কথা বিবেচনাতেই ছিলেন না। এমনকি তিনি সিলেটেই নেই। ফিজিওর পরামর্শে ঢাকায় চলে গেছেন। মিঠুন বলেন, ‘এটা ফিজিওর কনসার্ন। ও এখন খেলার মতো অবস্থায় নেই। ওর একটু বিরতি দরকার। স্ক্যান করানোর জন্য ঢাকায় চলে গেছে। ও ছিল না বলেই খেলেনি।
ফলে প্রত্যাশিতভাবে এই ম্যাচে দেখা যাবে না তারকা পেসারকে। মিঠুন জানান, ‘আসলে এটা ফিজিও বলতে পারবে। আমি আনঅফিসিয়ালি যতটা জানি ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে, যদি খারাপ কিছু না হয়। ওর হাঁটুতে একটু সমস্যা হচ্ছে।
