বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আবাহনী লিমিটেড। আগের ম্যাচেও ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে যায় তারা। সুলেমান দিয়াবাতের জোড়া গোলে ৫-০ ব্যবধানের বড় জয় পেয়েছে আবাহনী। আজ মানিকগঞ্জে তারা ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারিয়ে ৬ষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে।
ম্যাচের প্রথমার্ধেই আবাহনী ৩-০ গোলে এগিয়ে যায়। ৩১ মিনিটে কাজেম শাহর বাড়ানো বলে নিখুঁত ফিনিশিংয়ে দিয়াবাতে গোল করেন। মালির এই ফরোয়ার্ড ১০ মিনিট পরেই বক্সের মধ্যে বল পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ (২-০) করেন।
প্রথমার্ধের শেষদিকে মিরাজুল গোল করেন (৩-০)। দ্বিতীয়ার্ধে অবশ্য গোল পেতে অনেক সময় লেগেছে আবাহনীর। ৮০ মিনিটে মোরসালিন ও ৮৫ মিনিটে আলআমিন গোল করেন। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

৬ ম্যাচে মাত্র দ্বিতীয় জয়ে আবাহনীর পয়েন্ট ৮। এতেই তারা ৩ ধাপ ওপরে উঠে এখন পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান ম্যাচে ফকিরেরপুল ৫ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে। অপর ম্যাচটি গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও তা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে বাংলাদেশ পুলিশ ও পিডব্লিউডি গোলশূন্য ড্র করেছে।
এই ড্রয়ে পুলিশ ৬ ম্যাচে মোহামেডান ও ব্রাদার্সের সমান ৭ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পিডব্লিউডি আছে আটে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











