ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ব্যাট, বল আর মাইক্রোফোনের বাইরে নতুন ভূমিকা খুঁজে নিয়েছেন। এবার তাকে দেখা যাবে দ্য হান্ড্রেডে কোচ হিসেবে।
দ্যা হান্ড্রেডের ”লন্ডন স্পিরিট”, দিনেশ কার্তিক কে মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগে দীর্ঘদিনের অভিজ্ঞতা, পাশাপাশি আইপিএলে কোচিংয়ের পূর্ব অভিজ্ঞতা তাকে এই দায়িত্বের জন্য এগিয়ে দিয়েছে।
দলের ডিরেক্টর অব ক্রিকেট মো ববাট বলেন, কার্তিকের চিন্তাভাবনা সবসময়ই আলাদা, আর তার এনার্জি পুরো দলকে অনুপ্রাণিত করে। ছোট ফরম্যাটে তার জ্ঞান এবং অভিজ্ঞতা খেলোয়াড়দের জন্য মূল্যবান সহায়তা হবে বলেও উল্লেখ করেন তিনি।
নতুন দায়িত্ব নিয়ে কার্তিকও বেশ উচ্ছ্বসিত। তার ভাষায়, লন্ডন স্পিরিটের পরিকল্পনা তাকে আকৃষ্ট করেছে, আর লর্ডসে কাজ করার সুযোগ যেন ব্যক্তিগতভাবে স্বপ্নপূরণ। এখানেই তার আন্তর্জাতিক অভিষেক ও শেষ টেস্ট—তাই মাঠটি তার কাছে বিশেষ স্মৃতির জায়গা। তিনি জানিয়েছেন, আগামী মৌসুমে দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন।
দ্য হান্ড্রেডে কার্তিক এর এই নতুন অধ্যায় এবার দেখতে মুখিয়ে থাকবেন ক্রিকেটভক্তরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











