বাঁচা মরার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

বাঁচা মরার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

ছবি: বিসিবি

বিপিএলে রংপুরের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা ক্যাপিটালস। মিরপুর শেরেবাংলায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু দুপুর একটায়।

বিপিএলের প্লে-অফে টিকে থাকার জন্য এই ম্যাচটি ঢাকার কাছে কার্যত বাঁচা মরার লড়াই। জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য আশা জাগানোর মতো নয়। এই ম্যাচে হারলেই আজই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে ঢাকাকে। বিপরীতে রংপুরের সামনে সমীকরণ তুলনামূলক সহজ। এই ম্যাচে জিততে পারলেই তারা চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করবে। এমনকি হারলেও পুরোপুরি ছিটকে যাবে না রংপুর; শেষ চারে ওঠার সুযোগ তখনও খোলা থাকবে। সব মিলিয়ে দুই দলের জন্যই ম্যাচটি আলাদা গুরুত্ব বহন করছে, এক দলের টিকে থাকার লড়াই, আরেক দলের নিশ্চিতকরণের সুযোগ।

চলমান বিপিএলে মাঠের পারফরম্যান্সে ব্যর্থ ঢাকা ক্যাপিটালস। আসরে ইতিমধ্যে শেষ চারে উঠেছে রাজশাহী,চট্টগ্রাম ও সিলেট।

Exit mobile version