দলের প্রয়োজনে যেকোনো সিদ্ধান্তে রাজি আকবর আলী

দলের প্রয়োজনে যেকোনো সিদ্ধান্তে রাজি আকবর আলী

দলের প্রয়োজনে যেকোনো সিদ্ধান্তে রাজি আকবর আলী। বাংলাদেশের হয়ে ২০২০ সালে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ছিলেন আকবর আলী। এরপর ঘরোয়া ক্রিকেটেও রংপুরকে জিতিয়েছেন দুইবার শিরোপা। চলতি বিপিএলে দলের প্রয়োজনে যেকোনো সিদ্ধান্তে রাজি আকবর আলী। বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামার আগে রোববার মিরপুরে অনুশীলন শেষে এমনটাই বলেন তিনি।

রাজশাহীর স্কোয়াডে আছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও। কে কিপিং করবেন, এমন প্রশ্নের জবাবে ২১ ডিসেম্বর গণমাধ্যমকে আকবর বলেন, ‘এটা আসলে পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত কে কিপিং করবে। মুশফিক ভাইকে দলে পাওয়া বড় ব্লেসিং। তার থেকে অনেক কিছু শেখার আছে। প্রত্যেক প্লেয়ার তার থেকে নিতে পারে। চেষ্টা করব তার কাছ থেকে যতটা সম্ভব নেওয়ার।’

তবে টিম কম্বিনেশন অনুযায়ী আকবরের কাছে এখনও একাদশে নিয়মিত থাকার নিশ্চয়তাও নেই। যেভাবে নেই, একাদশে সুযোগ পেলে কোন পজিশনে ব্যাট করবেন সেই তথ্যটাও। আকবর অবশ্য দলের প্রয়োজনে যেকোনো ভূমিকা নিতে রাজি। টিমম্যান আকবরের কাছে দলই ‘ফার্স্ট প্রায়োরিটি।’

এছাড়া তিনি বলেন,‘প্রত্যেক প্লেয়ারই আশা করে আমি খেলব। আশা আমারও আছে, ইনশাআল্লাহ আমি খেলব। এটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন, কে কাকে খেলাবে। আমি প্রস্তুত আছি, যখনই প্রয়োজন হবে আমি যেকোনো রোলে খেলার জন্য প্রস্তুত।’

আকবর আলী আরও বলেন,‘এটা আমার জন্য উত্তর দেওয়া কঠিন, উত্তর দেওয়াও ঠিক হবে না। চাই না আমার কারণে দল কোনো বিব্রতকর অবস্থায় পড়ুক। এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের ওপর।’

বাংলাদেশের হয়ে ২০২০ সালে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ছিলেন আকবর আলী। এরপর ঘরোয়া ক্রিকেটেও রংপুরকে জিতিয়েছেন দুইবার শিরোপা। চলতি বিপিএলে দলের প্রয়োজনে যেকোনো সিদ্ধান্তে রাজি আকবর আলী। বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামার আগে রোববার মিরপুরে অনুশীলন শেষে এমনটাই বলেন তিনি।

রাজশাহীর স্কোয়াডে আছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও। কে কিপিং করবেন, এমন প্রশ্নের জবাবে ২১ ডিসেম্বর গণমাধ্যমকে আকবর বলেন, ‘এটা আসলে পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত কে কিপিং করবে। মুশফিক ভাইকে দলে পাওয়া বড় ব্লেসিং। তার থেকে অনেক কিছু শেখার আছে। প্রত্যেক প্লেয়ার তার থেকে নিতে পারে। চেষ্টা করব তার কাছ থেকে যতটা সম্ভব নেওয়ার।’

তবে টিম কম্বিনেশন অনুযায়ী আকবরের কাছে এখনও একাদশে নিয়মিত থাকার নিশ্চয়তাও নেই। যেভাবে নেই, একাদশে সুযোগ পেলে কোন পজিশনে ব্যাট করবেন সেই তথ্যটাও। আকবর অবশ্য দলের প্রয়োজনে যেকোনো ভূমিকা নিতে রাজি। টিমম্যান আকবরের কাছে দলই ‘ফার্স্ট প্রায়োরিটি।’

এছাড়া তিনি বলেন,‘প্রত্যেক প্লেয়ারই আশা করে আমি খেলব। আশা আমারও আছে, ইনশাআল্লাহ আমি খেলব। এটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন, কে কাকে খেলাবে। আমি প্রস্তুত আছি, যখনই প্রয়োজন হবে আমি যেকোনো রোলে খেলার জন্য প্রস্তুত।’

আকবর আলী আরও বলেন,‘এটা আমার জন্য উত্তর দেওয়া কঠিন, উত্তর দেওয়াও ঠিক হবে না। চাই না আমার কারণে দল কোনো বিব্রতকর অবস্থায় পড়ুক। এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের ওপর।’

Exit mobile version