ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার ম্যানচেস্টার ইউনাইটেড ও এএফসি বোর্নমাউথ ম্যাচে গোল বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে অবশ্য কোনো দল কাকভেজা হয়নি। ৮ গোলের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে দল দুটি।
নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ার পথে ছিল স্বাগতিক দল ম্যানচেস্টার ইউনাইটেড। পিছিয়ে পড়ার পরও ৮৪ মিনিট পর্যন্ত তারা ৪-৩ গোলে এগিয়ে ছিল। ম্যানইউ সমর্থকরা তখন জয়ের সুবাস পেতে শুরু করেছে। ঠিক তখনই তাদের হৃদয় ভেঙ্গে দেন সফরকারী দলের জুনিয়র ক্রুপি। ৮৪ মিনিটে ম্যানইউনাইটেডের জাল কাপিয়ে দেন তিনি।
গোল বৃষ্টি শুরু হয়েছিল ম্যানইউয়ের আমাদ এর গোল থেকে। ত্রয়োদশ মিনিটে গোল করে স্বাগতিক দলকে এগিয়ে নেন তিনি। বিরতির বাঁশি বাজার আগে ম্যানইউ এর হয়ে দ্বিতীয় গোল করেন কাসেমিরো। তার আগে অবশ্য অ্যান্তোনিও সেমেনয়ো ব্যবধান কমিয়েছিলেন।

বিরতির পরপরই চমক দেখায় বোর্নমাউথ। ম্যানইউয়ের সমর্থকদের মুখের হাসি কেড়ে নেয় তারা। মাত্র ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করে। ৪৬ মিনিটে ইভানিলশন এবং ৫২ মিনিটে মার্ক টাভেরনিয়ের গোল করে দলকে এগিয়ে নেন। তবে ম্যাচের চমক তখনো অনেক বাকি। মাত্র দুই মিনিটের ব্যবধানে ম্যানইউ জোড়া গোল করে খেলায় উত্তেজনা ফিরিয়ে আনে। ব্রুনো ফার্নান্দেস ৭৭ মিনিটে এবং ম্যাথাস কুনহো ৭৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। ৮৪ মিনিটে সেই গোল করেন জুনিয়র ক্রুপি যা বোর্নমাউথকে আনন্দে ভাসিয়ে দেয় আর ম্যানইউ সমর্থকদের আনন্দ কেড়ে নেয়।
এবারের লিগে ১৬ ম্যাচে ম্যানইউয়ের এটা পঞ্চম ড্র। ২৬ পয়েন্ট তাদের। পয়েন্ট টেবিলে অবস্থান ষষ্ঠে। সমান ম্যাচে বোর্নমাউথের সংগ্রহ ২১।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











